× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা লিগের নতুন স্পন্সর মেঘনা ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৬:২৬ পিএম

ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্পন্সরশিপ ও গ্রাউন্ড ব্রান্ডিং স্বত্ব পেয়েছে মেঘনা ব্যাংক; ছবি- আ. ই. আলীম

ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্পন্সরশিপ ও গ্রাউন্ড ব্রান্ডিং স্বত্ব পেয়েছে মেঘনা ব্যাংক; ছবি- আ. ই. আলীম

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আগেও স্পন্সর ছিল। তবে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগে কখনও স্পন্সর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন বোর্ড দায়িত্বে এসেই এই তিন লিগের জন্য এক কোটি টাকা স্পন্সর পেয়েছে। মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে আসন্ন ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেঘনা ব্যাংককে ১ বছরের জন্য স্পন্সরশিপ ও গ্রাউন্ড ব্রান্ডিং স্বত্ব দিয়েছে বিসিবি। এ সময় বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের নতুন প্রধান ফাহিম সিনহা, মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিয়া সাদাত এবং ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল উপস্থিত ছিলেন। 

চলতি মাসের ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়ণগঞ্জে। এরপর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রূপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে। অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রূপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে। তিনটি লিগেই ২০টি করে দল অংশ নেবে এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ঢাকা লিগের এবারের আসরে আম্পায়ারিং, ক্রিকেটের মান ও মাঠ তুলনামূলক ভালো হবে বলে উল্লেখ করেছেন বিসিবির পরিচালক ফাহিম সিনহা। সংবাদ সম্মেলনে তিনি জানান, আম্পায়ারিংয়ের মান ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত বছর বিগত বছরগুলোর চেয়ে ভালো হয়েছে। এবার আরও ভালো হবে এমনই আশা তার। এ ছাড়া বিকেএসপিসহ ঢাকার বাইরের অন্যান্য মাঠ ও উইকেট উন্নয়নে কাজ করছেন তারা। স্পন্সর পাওয়ায় আসরটি ভালো হবে বলেও মনে করেন তিনি। 

মেঘনা ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি হলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট। দেশের ক্রিকেটের পাইপলাইন নির্ধারিত হয় এই লিগের মাধ্যমে। বয়সভিত্তিক ক্রিকেটার দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে উঠে আসে। বিসিবির সহায়তায় ও মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বয়সভিত্তিক পর্যায় থেকে ভালো ক্রিকেটার উঠে আসার অংশ হতে চান তারা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট ভালো হলে তার প্রভাব জাতীয় দলে পড়বে বলেও জানান তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা