মিরপুর টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৬:৪০ পিএম
বিরতিতে মাঠ ছাড়ছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি- আ. ই. আলীম
মিরপুর টেস্টে বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের চা বিরতির আগেই আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এই সময়ে ৭ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে ইনিংস হার এড়াতে এখনও ১৮৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।
বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। টাইগার ওপেনার সাদমান ইসলামকে লেগ স্লিপে টনি ডি জর্জির ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। প্রথম ইনিংসে শূন্য হাতে বিদায় নিয়েছিলেন সাদমান। এবার ৭ বলে মাত্র ১ রান করেন বাহাতি এই ব্যাটার।
সাদমানের বিদায়ের রেস না কাটতেই আউট মুমিনুল হকও। একই ওভারের চতুর্থ বলে তৃতীয়
স্লিপে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রাবাদা। টাইগার দলের সাবেক অধিনায়ক
মুমিনুল কোনো রান করতে পারেননি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৪ রান।
এরপর বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের ইনিংসে আর কোনো বিপর্যয় হয়নি। এর মধ্যে কেশভ মহারাজের করা সপ্তম ওভারে জোড়া বাউন্ডারি হাঁকান ওপেনার মাহমুদুল হাসান জয়। ২০ বলে ১১ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ বলে করেছেন ৫ রান।
এর আগে কাইল ভেরেইনার ১১৪, উইয়ান মুল্ডারের ৫৪ ও ডেন পিটের ৩২ রানে ভর করে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৩০৮ রান তুলেছে প্রোটিয়ারা। প্রথম দিনে পাঁচ উইকেট শিকারি তাইজুল আজ কোনো উইকেটের দেখা পাননি। গতকাল ১ উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ আজ পান ২ উইকেট। আর বাকি দুই উইকেট মেহেদি মিরাজের।