× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৩:২৮ পিএম

৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচার করানোয় এরপর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন এই ব্রাজিলিয়ান তারকা। তার প্রত্যাবর্তনের রাতে আল আইনের মাঠে রোমাঞ্চকর জয় পেয়েছে আল হিলাল।

গতকাল সোমবার আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে আল হিলালের ৫-৪ গোলের ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। তবে জয় আর দুই হ্যাটট্রিক ছাপিয়ে এই ম্যাচে ইনজুরি কাটিয়ে নেইমারের মাঠে ফেরাই হয়ে উঠেছে সবচেয়ে বড় খবর।

ম্যাচের ৭৭ মিনিটে সালেম-আল দাসারির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। বেঞ্চ থেকে মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার হাতে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটি কাজে লাগাতে পারেননি সেলেসাও ফরোয়ার্ড।

নেইমার নিজেও এই ফেরার দিন গুনেছেন। সেটি বোঝা গেল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টেই। তিনি লিখেছেন, ‘এই অনুভূতিটা আবারও জেগে ওঠায় ভালো লাগছে। ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা দারুণ...আশা করি স্বাস্থ্যকর প্রত্যাবর্তন হবে।’

ইউরোপের পাট চুকিয়ে গত বছর আগস্টে সৌদি ক্লাবটিতে যোগ দেন নেইমার। হাঁটুর চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেন। তাঁকে সৌদি প্রো লিগে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে নেইমারকে দেখা যাবে না। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগে নিবন্ধিত হওয়ায় এই টুর্নামেন্টে খেলতে পারবেন।

এদিকে চোট আর হাসপাতালের বেড যেন নেইমারের ক্যারিয়ারের একটা অবিচ্ছেদ্য অংশ। ফুটবল জীবনের একটা বড় অংশ মাঠের বাইরে অপেক্ষা করেই পার করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়। তবে গেল এক বছরের মতো করে অপেক্ষা হয়ত আর কখনই করতে হয়নি ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা