প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৯:৫৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২০:০৪ পিএম
আল-হিলালের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নেইমার জুনিয়র। এবার অপেক্ষাটা মাঠে ফেরার। কবে কখন সবুজ গালিচায় ফিরছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ নিয়ে অবশ্য নিজেই মুখ খুলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গতকাল শনিবার রাতে সামাজিকমাধ্যমে এক ভিডিও পোস্টে নেইমার বলেছেন, ‘২১ অক্টোবর, আমি ফিরছি।’
আগামীকাল সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস
লিগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে খেলবে আল-হিলাল। ম্যাচটিতে হয়তো
দেখা যেতে পারে নেইমারকে। এ নিয়ে সৌদি প্রো ক্লাবের দল আল-হিলালের পক্ষ থেকে বলা হয়েছে,
‘আল-হিলাল আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, এশিয়ান চ্যাম্পিয়নস লিগে দলের সঙ্গে যোগ দিয়েছেন
নেইমার। ইতোমধ্যে সে দলের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে সে।’
নেইমারের মার্কেটিং কোম্পানি
এনআর স্পোর্টস নিশ্চিত করেছে, আগামীকালকের ম্যাচে থাকবেন নেইমার। আল-আইনের বিপক্ষে ম্যাচ
নিয়ে তারা জানিয়েছে, নম্বর টেন প্রস্তুত মাঠ মাতাতে। নেইমার যে প্রস্তুত, সেটা জানিয়েছে
আল-হিলালও। নেইমারের একটি ছবি পোস্ট করেছে তারা। ছবিতে দেখা যাচ্ছে, অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন
ব্রাজিল তারকা।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ
বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকেন।
তবে এবার পুরোদমে ফিট হয়ে ফিরছেন তিনি।