নভেম্বরে আসছে মালদ্বীপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ০০:১৬ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ০০:১৭ এএম
হামজা চৌধুরী
আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা আগামী ১৩ ও ১৬ নভেম্বর দেশের মাটিতেই মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি হবে।
কিন্তু প্রশ্ন হলো- এই দুই প্রীতি ম্যাচে কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী? বাফুফে এ নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানাতে পারেনি। কিছুদিন আগে লেস্টার সিটির হয়ে অনুশীলনে কাঁধে চোট পেয়েছিলেন হামজা।
প্রথমে শোনা গিয়েছিল তার অস্ত্রোপচার লাগবে। তবে সম্প্রতি লেস্টার সিটির কোচ স্টিভ কুপার জানিয়েছেন, হামজার অস্ত্রোপচার লাগছে না। যদিও তিনি চোটের কারণে এ মুহূর্তে বিশ্রামেই আছেন।
নভেম্বরে তার বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা ক্ষীণই। কয়েক সপ্তাহ আগে হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন। তার বিষয়টি এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে ছাড়পত্র মিললেই হামজার বাংলাদেশের হয়ে খেলতে বাধা থাকার কথা নয়।
তবে ফিফা হামজার ব্যাপারে বাড়তি কিছু কাগজপত্র চেয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ‘এমনিতেই হামজার চোট আছে। তার ব্যাপারে আমরা আগেই ফিফার কাছে আবেদন করেছি। ফিফা কিছু বাড়তি কাগজপত্র চেয়েছে। বাফুফে থেকে হামজার এজেন্ট ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেই কাগজপত্রের ব্যাপারে।’
এবারের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দেশের সঙ্গে খেলতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মালদ্বীপকেই কেন প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হলো- এর ব্যাখ্যা দিয়েছেন ইমরান হোসেন, ‘আমাদের সঙ্গে মালয়েশিয়া ও থাইল্যান্ড যোগাযোগ করেছিল। কিন্তু তারা এই উইন্ডোতে একটি ম্যাচ খেলতে চায়। বাংলাদেশ চায় দুটি ম্যাচ খেলতে। এ কারণেই মালদ্বীপকে বেছে নেওয়া হয়েছে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখনও সংস্কারকাজ চলছে। সে কারণে নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনাই বেছে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক