প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৭:৩৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৭:৩৮ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকা চুক্তি বাতিল করা হয়েছে। এর আগে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছিল বিসিবি।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জরুরি এক ভার্চুয়াল মিটিংয়ে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে বিসিবি। আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ দেশে থাকা পরিচালকরা ভার্চুয়াল এই মিটিংয়ে যুক্ত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে হাথুরুকে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ ও এই সময়ের মধ্যে তার বরখাস্ত কার্যকর হওয়ার কথা জানান বিসিবি সভাপতি।
ফারুক আহমেদ বলেন,‘আমরা আমাদের কোচকে (হাথুরুসিংহে) শোকজ নোটিশ দিয়েছি এবং সাময়িক বরখাস্ত করেছি। (তার কর্মকাণ্ডে) এমন কিছু সমস্যা ছিল যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে মেনে নিতে পারি না।’
‘হাথুরুসিংহকে ৪৮ ঘন্টার মধ্যে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এর পরে তার চুক্তি স্থগিত করা হবে’-আরও যোগ করেন বিসিবি প্রেসিডেন্ট।
এরপর গতকাল বিসিবিকে নোটিশের জবাব দেন হাথুরুসিংহে। বোর্ডের আচমকা সিদ্ধান্তে লঙ্কান এই কোচ আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। আজ বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে লঙ্কান এই কোচের প্রতিক্রিয়া ও তার আইনি পথে যাওয়া নিয়ে এই বিষয়টি নিয়েও আলোচনা আছে।
বিসিবি সূত্রে জানা গেছে, হাথুরুসিংহে যদি আইনি পথে যান বিসিবিও আইনিভাবেই সেটি মোকাবেলা করবে। ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগার শিবিরে থাকছেন না হাথুরু। তার জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সিমন্স এরই মধ্যে বাংলাদেশে এসে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন।
বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে এটা ছিল হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। প্রথম মেয়াদে ছিলেন ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেবার তাঁর সঙ্গে চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত বাংলাদেশ ছাড়েন হাথুরু। যদিও বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার মাসখানেক পরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে চুক্তির মেয়াদ শেষের আগেই বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি ঘটছে এবারও।
দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান—৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক—৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি–টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।