আইপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৭:০১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:২৭ পিএম
আইপিএলের নতুন মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালসের কোচের পদ ছেড়েছেন রিকি পন্টিং। এবার ডিরেক্টর অব ক্রিকেট পদ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর।
ভারতের গণমাধ্যমের খবর, আসন্ন আইপিএলের আগেই সৌরভের বদলে নিয়োগ পাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার বেণুগোপাল রাওকে। তবে এখনই দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। দিল্লির নারী আইপিএল দলের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর নতুন কোচ হিসেবে হেমাঙ্গ বাদানির নামও প্রায় পাকা।
চলতি বছরই আইপিএলের নিলাম। তার আগে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানাতে হবে দলগুলোকে। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণা করতে হবে নাম। জানা গেছে, অধিনায়ক ঋষভ পন্থ, অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও স্পিনার কুলদীপ যাদবকে ধরে রাখতে পারে দিল্লি। তাদের মধ্যে পন্থকে ১৮ কোটি, অক্ষরকে ১৪ কোটি ও কুলদীপকে ১১ কোটি টাকায় ধরে রাখা হতে পারে। এ তিন ক্রিকেটার ছাড়া দুই বিদেশি জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক ও ট্রিস্টান স্ট্রাবসকে দলে রাখার চেষ্টা করবে দিল্লি। তাদের জন্য তারা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে।