× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় রুট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৩:১৬ পিএম

বর্তমানে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের চূড়ায় জো রুট। সংগৃহীত ছবি

বর্তমানে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের চূড়ায় জো রুট। সংগৃহীত ছবি

নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন জো রুট। টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তার নাম উচ্চারণ হয় প্রায়ই। করোনা মহামারি-পরবর্তী সময়ে নিজেকে এমনই এক উচ্চতায় নিয়েছেন এ ইংলিশ ব্যাটার। এর মধ্যে নতুন খবর এলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে। তাদের অফিসিয়াল ঘোষণা নিশ্চিত করেছে র‍্যাংকিংয়ের পয়েন্ট বিবেচনায় সর্বকালের সেরা ২০ টেস্ট ব্যাটারের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন জো রুট। যে তালিকায় তার সঙ্গে আছেন ডন ব্র্যাডম্যান, স্যার জ্যাক হবস, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের নাম।

বর্তমানে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের চূড়ায় জো রুট। তার নামের পাশে রেটিং পয়েন্ট ৯৩২। ২০২১ সাল থেকেই অবশ্য লংগার ভার্সনের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন এক মাত্রায়। পাকিস্তানে প্রথম টেস্টেও ছিলেন দুর্দান্ত। হ্যারি ব্রুকের সঙ্গে ছিল রেকর্ড গড়া ৪৫৪ রানের জুটি। ২৬২ রান করে রুট যখন থেমেছেন, ততক্ষণে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সর্বকালের সেরা ব্রিটিশ টেস্ট ব্যাটসম্যান হিসেবে।

স্যার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সংগ্রাহক এখন রুট। প্রথম টেস্টে দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৯৩২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে এটি চতুর্থ সর্বাধিক রেটিং পয়েন্ট। এর আগে ইংল্যান্ডের তিন ব্যাটার রেটিং পয়েন্টের নিরিখে কীর্তি গড়েছিলেন। রুটের রেটিং পয়েন্টের চেয়ে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে বেশি ছিল লেন হিউটনের পয়েন্ট। তিনি গিয়েছেন ৯৪৫ পর্যন্ত, স্যার জ্যাক হবসের ক্যারিয়ার-সেরা রেটিং ছিল ৯৪২ এবং পিটার মে থেমেছিলেন ৯৪১ রানে গিয়ে। 

এর আগে রুটের ক্যারিয়ার-সেরা রেটিং ছিল ৯২৩। এ সিরিজে ইতোমধ্যে তা ছাপিয়ে গেছেন। টেস্ট ইতিহাসে রুটের আগে আছেন মাত্র ১৬ জন ক্রিকেটার। তবে এ তালিকায় সবাই সাবেক এমন নন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রুটের ওপরে আছেন বেশ কয়েকজন। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।

সর্বকালের এ তালিকার শীর্ষে আছেন স্যার ডন ব্র্যাডম্যান। সবার ধরাছোঁয়ার বাইরে ৯৬১ পয়েন্ট তার। ২০এ স্টিভ স্মিথের পরে আছে লেন হিউটন, রিকি পন্টিং, জ্যাক হবসদের নাম। এশিয়া মহাদেশ থেকে জো রুটের ওপর বিরাট কোহলি ছাড়া আছেন কেবল পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা