× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়নপত্র জমা দিলেন ইমরুল হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ২০:০৩ পিএম

সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ছবি : সংগৃহীত

সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ২৬ অক্টোবর। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। আজ সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন মোট তিনজন। তার মধ্যে আছেন তরফদার রুহুল আমিন। যদিও শুরুতে বেশ ঘটা করে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য নিজের ঘোষণায় অটুট থাকেননি তিনি। ইমরুল মনোনয়নপত্র জমা দিলেও সোমবার সিনিয়র সহ-সভাপতি পদের অন্যান্যরা মনোনয়নপত্র জমা দেননি। তবে সদস্য পদে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহমুদা খাতুন, মোহম্মদ নজরুল ইসলাম, সায়েদ মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ মঞ্জুরুল করীম, আমিরুল ইসলাম বাবু, মোহাম্মদ আব্দুল হাফিজ ও মোহাম্মদ ইকবাল হোসেন জনি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল মঙ্গলবার। এদিন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেবে বাফুফে।

এরপর আগামী ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ অক্টোবরের মধ্যে মনোনয়নপত্রের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ১৮ অক্টোবর শুনানি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১৯-২০ অক্টোবর। এরপর আর প্রার্থিতা বাতিল করা যাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা