মুলতান টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:০৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:০৬ পিএম
ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। পাকিস্তানে সিরিজের প্রথম টেস্টে খেলার কথা থাকলেও তাকে ছাড়াই একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। অবশ্য মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা যাবে বেন স্টোকসকে। ইংলিশ পেস অলরাউন্ডারকে অধিনায়ক করে সিরিজের দ্বিতীয় টেস্টের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সোমবার ইসিবির ঘোষিত একাদশে স্টোকসের সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। বাদ পড়েছেন দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।
চলতি বছরে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন বেন স্টোকস। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মাঠে নামা হয়নি। ফলে পাকিস্তানের বিপক্ষে ফেরাটা স্বস্তি দিচ্ছে তাকে। তিনি বলেছেন, ‘খুব ভালো লাগছে দলে ফিরতে পেরে। মাঠে ফেরার জন্য মুখিয়ে আমি। রিহ্যাবের সময়গুলোতে কঠোর পরিশ্রম করেছি। ফিটনেস টেস্টে আমার অবস্থা বেশ উন্নত হয়েছে।’
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস ও শোয়েব বশির।