প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৬:২৮ পিএম
মুমিনুল হক (বাঁয়ে), মোসাদ্দেক হোসেন (ডানে)
বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটে ১৬ জন বিদেশি ও ৬২ দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। অথচ আজ সোমবার রাজধানীর সোনারগাঁয়ে অনুষ্ঠিত ড্রাফটে অবিক্রীত থেকে গেলেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার— মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন।
বিপিএলে দেশি ক্রিকেটারদের ‘সি’ ক্যাটাগরি ছিলেন মুমিনুল-মোসাদ্দেক। সেখানে থাকা ২২ জনের মধ্যে কেবল ডাক পাননি এই দুই ক্রিকেটার। দশম আসরে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন অলরাউন্ডার মোসাদ্দেক। সেবার রাজধানী ঢাকার দলের হয়ে খুব একটা পারফর্ম করতে পারেননি। ৯ ম্যাচে করেছেন মাত্র ৯১। বল হাতেও ছিলেন নির্বিষ। তিন উইকেট জমা পড়ে ঝুলিতে।
গতবারের দশা হয়েছে মুমিনুলের। দশম আসরেও ড্রাফটে দল পাননি। পরে মাঝপথে রংপুর রাইডার্স তাকে দলে টেনে নেন। ওই আসরে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন মুমিনুল।