বিপিএল প্লেয়ার্স ড্রাফট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১১:৩৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১১:৫৫ এএম
২০২৪ সালের শেষ দিকে শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলা প্লেয়ার্স ড্রাফট থেকে সাত ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি দল আগের আসর থেকে দুজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সুযোগটি কাজে লাগিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ডিরেক্ট সাইনিং করিয়েছে তাওহিদ হৃদয়কে।
সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন হৃদয়। জাতীয় দলের মতো বিপিএলেও দারুণ ধারাবাহিক তিনি। সর্বশেষ দুই আসরে বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। সবশেষ আসরের প্রথম সেঞ্চুরিটিও এসেছিল হৃদয়ের ব্যাট থেকেই। ফাইনালেও খেলেছিল তার দল। যদিও তাদের জয়যাত্রা থামিয়ে শিরোপা জেতে ফরচুন বরিশাল। এবার সেই চ্যাম্পিয়ন দলের হয়েই খেলবেন তিনি।
অন্য দলগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান ও জাকির হাসানকে, খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে এবং রংপুর রাইডার্স নুরুল হাসান ও মেহেদী হাসানকে ধরে রেখেছে।