× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চপাণ্ডববিহীন নতুন চ্যালেঞ্জ

আরিফুর রাজু

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১০:২৬ এএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১১:৪৯ এএম

পঞ্চপাণ্ডববিহীন নতুন চ্যালেঞ্জ

আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। ২০২৬ বিশ্বকাপের জন্য এখনই বাংলাদেশের প্রস্তুতি শুরু করা উচিত।’ ভারতের মাটিতে মাহমুদউল্লাহ রিয়াদ যখন স্বল্প ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, ঠিক তখনই দেশীয় ক্রিকেটে বড় এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া কুড়ি কুড়িতে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। পঞ্চপাণ্ডবখ্যাত মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পড়ে যবনিকা।

রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। কয়েক দিন পরই একই পথ ধরেন মাহমুদউল্লাহ। পঞ্চপাণ্ডবদের সবশেষ দুজনের বিদায়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব। তবে পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি এবং তাদের শূন্যতা কারা পূরণ করবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। ২০০৭ সাল থেকে পঞ্চপাণ্ডব যুগ শুরু হওয়ার পর ১৭ বছরে বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জনগুলোর সঙ্গেই মিশে আছেন পঞ্চপাণ্ডব। তবে বয়স, ফর্মহীনতা এবং নতুনকে বরণ করতেই তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে। বহু অর্জনের সাক্ষী এসব তারকা দেশের জন্য কী করেছেন বলার চেয়ে বলা উচিত কী করেননি তারা! 

পঞ্চপাণ্ডবদের অন্যতম মাশরাফি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। তামিম শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। পরের বছরই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান মুশফিক। আর সবে শেষ হওয়া ভারত সফরে মাহমুদউল্লাহ ও সাকিব নিজেদের গুটিয়ে নেন কুড়ি কুড়ির ফরম্যাট থেকে। এসব তারকার ঘাটতি অপূরণীয় মনে করা হলেও নতুনদের জায়গা করে দেওয়াটা এখন সময়ের দাবি। সাকিবের বিকল্প কে হবেন, কে হবেন পরবর্তী তামিম, সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাশরাফি কিংবা মিস্টার নির্ভরযোগ্যখ্যাত মুশফিক ও সাইলেন্টকিলার উপাধি পাওয়া মাহমুদউল্লাহ? এসব প্রশ্নের উত্তর দিতে পারে কেবল ভবিষ্যৎ। তারপরও বিকল্পের অন্বেষণ চলবেই। 

পঞ্চপাণ্ডবের সবচেয়ে আলোচিত সাকিবের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। মিডলঅর্ডারে দলকে টানবেন চারটা ওভারের বোলিংয়ে বল হাতে ম্যাচের পাল্লা নিজেদের দিকে টেনে আনবেন, এমন অলরাউন্ডারের ছায়া পাওয়া যায় মিরাজের মধ্যেই। তবে সাকিবের বিকল্প আসলেই হয় না। ১৭ বছরের ক্যারিয়ারে ১২৭ ইনিংসে বাংলাদেশি তারকার রান ২৫৫১। স্ট্রাইক রেট ১২১.১৮। অর্ধশতক আছে ১৩টি। ক্যারিয়ারে দীর্ঘসময় ধরে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থাকা বিশ্বসেরা অলরাউন্ডার বল হাতেও কম যান না! ১৪৯ উইকেট তার নামের পাশে। ইকোনমি ৬.৮১। আর মিরাজের বোলিং টেস্ট আর ওয়ানডেতে মোটামুটি স্বস্তিদায়ক হলেও টি-টোয়েন্টিতে বেশ সাদামাটা। ২৭ ম্যাচে উইকেট কেবল ১৪টি। ব্যাটিংয়েও আহামরি কিছু নয়। মিরাজের স্ট্রাইক রেট কেবল ১১৬.৩৪। সাকিবের বিকল্প হিসেবে তাই একজন ব্যাটারের সঙ্গে প্রয়োজন পড়বে একজন বোলারকে খেলানো। তবে মিরাজ যেভাবে নিজেকে তৈরি করছেন, তাতে আশাবাদী অনেকেই। 

তামিম আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের পর ১৭ জন ওপেনার খেলিয়েছে বাংলাদেশ। সংখ্যাটা দেখে স্পষ্ট, কতটা বেহাল দশা ওপেনিংয়ে। শুরুতে লিটন দাস ও নাঈম হাসানকে ভাবা হচ্ছিল তামিমের বিকল্প। অভাব পূরণে ব্যর্থ তারা। এরপর রনি তালুকদার শুরুটা করেছিলেন ভালোভাবেই। গত বছর ৯টি টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ছিল ১৪১.৯৫। তবে দীর্ঘমেয়াদে সুযোগ পাননি তিনি। ব্যর্থতার তালিকায় আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সদ্য শেষ হওয়া ভারত সিরিজে সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন ইমন। 

মুশফিকের বিকল্প ধরা হয় তাওহীদ হৃদয়কে। টি-টোয়েন্টি ১০২ ম্যাচে ১১৫.০৩ স্ট্রাইক রেটে মুশফিকের রান দেড় হাজার। আর তাওহীদ ৩২ ম্যাচে ১২৯ স্ট্রাইক রেটে করেছেন ৬৮৪ রান। বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের সমার্থক মাশরাফি। আগমীতে একজন যোগ্য নেতা বাংলাদেশ ক্রিকেটে কবে আসবে সেটাই এখন প্রশ্ন। পেস বোলিংয়ে মাশরাফির জায়গাটা নিতে পেরেছেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানও টি-টোয়েন্টিতে প্রমাণিত নাম। মুস্তাফিজুর রহমান এই ফরম্যাটে নিয়েছেন ১৩৩ উইকেট, তাসকিনের শিকার ৭৫। টাইগার পেস স্কোয়াডে নতুনত্ব তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। 

পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবেÑ এর উত্তর দেবে সময়। এমনিতেই টি-টোযেন্টি ফরম্যাটে বাংলাদেশের গ্রাফটা নিম্নমুখী। তার সঙ্গে পঞ্চপাণ্ডবের বিদায় , সব মিলিয়ে বড় হয়ে উঠেছে শঙ্কাটা। তবে সামনে তাকানো ছাড়া কোনো পথও নেই। নতুন অধ্যায়ে কী অপেক্ষা করছে সেটিই এখন দেখার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা