× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবর-শাহিনরা ‘বিশ্রামে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২৩:১৭ পিএম

শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম

শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম

পাকিস্তানের টেস্ট দল থেকে ছিটকে যাচ্ছেন বাবর আজম। মুলতানের প্রথম টেস্টে শান মাসুদদের হার মানার পর থেকেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশটির ক্রিকেটে। সেই উড়ো খবর অবশেষে আলোর মুখ দেখল। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দলে জায়গা পাননি বাবর। টেস্টে টানা ১৮ ইনিংস ফিফটিহীন থাকায় বাদ পড়লেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। শুক্রবার দায়িত্ব বুঝে নিয়ে পিসিবির নতুন নির্বাচক কমিটি তাকে বাদ দেওয়ার মতো বড় সিদ্ধান্তই নিল।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ১৬ সদস্যের দলে বাবরের সঙ্গে ডাক পাননি নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও সরফরাজ আহমেদ। তবে পিসিবি বলছে, তাদের বিশ্রামে পাঠানো হয়েছে। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত স্পিনার আবরার আহমেদও।

গত ৯ টেস্টের ১৭ ইনিংস মিলিয়ে বাবর রান করেছেন ৩৫২। তার ব্যাটিং গড় মাত্র ২০.৭০। এমন বাজে ব্যাটিংয়ে তার বাদ পড়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল একরকম। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বাদ দেওয়ার কথা বলেনি। তবে বাবরসহ অন্যদের ছিটকে যাওয়ায় পেছনে তাদের বাজে ফর্মই দায়ী। বিবৃতিতে স্পষ্ট হয়েছে ব্যাপারটা, ‘গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস এবং ২০২৪-২৫ মৌসুমে পাকিস্তানের ভবিষ্যৎ সূচির কথা মাথায় রেখে নির্বাচকেরা বাবর আজম, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও শাহিন আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে। (ডেঙ্গুজ্বরে ভোগা) আবরার আহমেদ খেলার মতো অবস্থায় নেই।’

বাবরদের ‘বিশ্রাম’ দেওয়া নিয়ে নতুন নির্বাচক আকিব জাভেদ, ‘আমরা আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাওয়া এই বিশ্রাম এই খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ফর্মে ফিরতে সাহায্য করবে। আশা করছি, ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে তারা টগবগে হয়ে ফিরতে পারবে।’ সঙ্গে বাবরদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন আকিব, ‘পাকিস্তান ক্রিকেটে অসামান্য প্রতিভা হিসেবে থাকবে তারা। ওরা যেন আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতাই করব আমরা।’

সিরিজের শেষ দুই টেস্টের পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা