নিজেকে মেলে ধরতে পারেননি কাতার বিশ্বকাপে। ব্যর্থতার গল্প লিখেছেন ইউরো চ্যাম্পিয়নশিপেও। এ কারণেই অনেকে পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু চির-সবুজ তারুণ্যধারণ করা সিআর সেভেন যেভাবে মাঠে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, তাতে ফুটবল অনুরাগীদের বুঝতে বাকি নেই, দেশকে এখনও তার দেওয়ার বাকি রয়েছে আরও অন্য কিছু। জাতীয় দলে তার এপিটাফ লেখার সময় এখনও আসেইনি! নেশনস লিগে মিলছে তার প্রমাণ।
দারুণ সময় কাটছে রোনালদোর। নেশনস লিগে আলো ছড়িয়ে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে রোনালদো টানা তিন ম্যাচে পেলেন গোলের দেখা। তিন ম্যাচে তার গোলের সংখ্যাও তিন। তার মানে প্রতি ম্যাচে প্রিয় জন্মভূমিকে একটি করে গোল উপহার দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ সুপারস্টার। সর্বশেষ শনিবার রাতেও পোল্যান্ডের জালে দিয়েছেন গোল। তার জাদুকরি ফুটবলের সুবাদেই পর্তুগাল জয় পেয়েছে ৩-১ গোলে। এ নিয়ে টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে টানা তিন জয় তুলে নিল দেশটি। শতভাগ জয়ে ‘এ-১’ গ্রুপের শীর্ষেই রয়েছে পর্তুগাল। হ্যাটট্রিক জয়ের ম্যাচে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৩। আর আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে তার গোল এখন ৯০৬।
মহারণটা ছিল রোনালদো-রবার্ট লেভানডফস্কির মধ্যে। দুই মেগাস্টারের দ্বৈরথের দিকে সবার নজর থাকাটাই স্বাভাবিক। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দুজনের লড়াই নিয়ে তাই ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ ছিল না। ম্যাচের আগে রোনালদোর জয়গান গেয়ে ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিলেন বার্সার তারকা ফরোয়ার্ড লেভা। যদিও লড়াইয়ে ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন লেভা। নিজেদের মাঠে খেলেও রোনালদোর পর্তুগালকে রুখে দিতে পারেনি তার দেশ পোল্যান্ড।
শুরু থেকেই গোলের জন্য হন্যে হয়ে খেলতে থাকে দুদল। তবে সাফল্যের মুখ দেখে পর্তুগাল। লড়াইয়ের বয়স ৩৭ মিনিট না পেরোতেই ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। ২৬ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন বার্নার্দো সিলভা। পরে ৩৭ মিনিটে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার প্রচেষ্টা চালিয়ে যায় পোল্যান্ড। আর পর্তুগাল মেতে ওঠে ব্যবধান বাড়ানোর নেশায়। ৬৩ মিনিটে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন দিয়োগো জোতা। ৭৮ মিনিটে পোলিশদের হয়ে একটি গোল শোধ করেন পিতর জিয়েলনস্কি। তবে ৮৮ মিনিটে পোলিশ ডিফেন্ডার জ্যান বেদনারেকের আত্মঘাতী গোলে বেড়ে যায় পর্তুগালের জয়ের ব্যবধান।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান রোনালদো, ‘নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে বেজায় খুশি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ, ‘আমরা শেষ কদিন অনেক পরিশ্রম করেছি, এই ম্যাচের জন্য নানাভাবে প্রস্তুতি নিয়েছি। মাঠেও সেটার অনুবাদ করতে পেরেছি। আমি সত্যিই সন্তুষ্ট। কারণ, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
নেশনস লিগের অন্য ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশদের হয়ে ৭৯ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন মার্তিন জুবিমেন্দি। ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ-৪’ গ্রুপে সবার ওপরেই রইল স্পেন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের সংগ্রহ ৬ পয়েন্ট।
লিগ ‘এ-১’ গ্রুপে ক্রোয়েশিয়া ২-১ গোলে ধরাশায়ী করেছে স্কটল্যান্ডকে। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন ইগর মাতানোভিচ ও আন্দ্রেজ কামারিজ। স্কটিশদের সান্ত্বনার একটি গোল এনে দেন মিডফিল্ডার রায়ান ক্রিস্টি। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্টে ক্রোয়াটরা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ১ জয় ও ২ হারে পোল্যান্ডের পয়েন্ট ৩, পড়ে আছে তৃতীয় স্থানে। এ জয়ে নেশনস লিগে টানা তিন জয়ে পর্তুগালের পুঁজি এখন ৯ পয়েন্ট। গ্লাসগোতে আগামী মঙ্গলবার রাতে পর্তুগাল মোকবিলা করবে স্কটল্যান্ডকে। একই রাতে ক্রোয়েশিয়া যাবে পোল্যান্ড সফরে।