প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২০:৪৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৩২ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি।
বিতর্ক আর গ্লানি ঝেড়ে একটা
নতুন বিপিএল উপহার দিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে জল্পনা-কল্পনা ও আধুনিকায়নের
ছক কষছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের
সাহায্য নিয়ে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ১১তম আসরকে আরও
নিখুঁত ও প্রাণবন্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনা অনুযায়ী
হাঁটছে বিসিবি। এ নিয়ে সাম্প্রতিককালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবির
কর্মকর্তারা। যেখানে প্রধান উপদেষ্টা বিপিএলে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার
তাৎক্ষণিক কিছু ধারণা দেন।
বিপিএলের একাদশতম আসরকে সামনে রেখে রবিবার শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় আসন্ন বিপিএলের একটা প্রেজেন্টেশনও বিসিবির বিপিএল বিভাগ থেকে ক্রীড়া উপদেষ্টাকে দেখানো হয়েছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়Ñ সেটাই আমরা চেষ্টা করছি।’ বিতর্কের রোষানলে জর্জরিত থাকায় বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ অনেকাংশে কমে গেছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএলকে একটা টুর্নামেন্ট হিসেবে ভালোভাবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। তবে আমার মনে হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করিÑ সেটা দুর্ভাগ্যজনক হবে।’
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন,
‘বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও গ্রহণযোগ্য করা যায় এবং কী কী নতুন বিষয় যুক্ত
করা যায়, তা থেকে বিসিবি আজ (গতকাল) একটা প্রেজেন্টেশন দিয়েছে। স্যারও (প্রধান উপদেষ্টা)
আরও বিস্তারিত আইডিয়া দিয়েছেন। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা চাই এবারের
বিপিএলটাকে নতুন করে সাজাতে এবং এবারের বিপিএল যেন আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা
নিয়ে আসে।’