প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ২২:৩৭ পিএম
সম্প্রতি অ্যালেক্স হেলসকে
নিজেদের দলে টানার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল ঢাকা ক্যাপিটালস।
তবে আজ রবিবার ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানায়, বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে
চুক্তি স্থগিত করেছেন ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী এই ব্যাটার।
বিবৃতিতে রাজধানী ঢাকার ফ্র্যাঞ্চাইজির
পক্ষ থেকে বলা হয়, ‘প্রিয় ভক্ত ও সমর্থকগণ, ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির
ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে আসছি।
ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি
তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সমাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত
ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ
বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য
শুভকামনা থাকল।’ আরও যোগ করেন, ‘আমরা জানি, আপনারা সব সময় আমাদের পাশে থাকেন এবং আমরা
আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাদের
নিরন্তর সমর্থনের জন্য।’
ইতোমধ্যে ঢাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। দেশিদের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম। আর বিদেশিদের মধ্যে জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজাকে ভেড়ানো হয়েছে।