প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৬:২৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৭:৫৭ পিএম
ফাইল ছবি
ইমার্জিং এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী
১৮ অক্টোবর। আগের তিনবার ওয়ানডে ফরম্যাটে হলেও এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাট অনুষ্ঠিত
হবে টুর্নামেন্টটি। ওমানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য গতকাল রবিবার আকবর আলীকে
অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি।
‘এ’ দলের টুর্নামেন্ট হলেও জাতীয় দলে
খেলছেন বা খেলেছেন, এমন বেশ কিছু ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য
নাম তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। এছাড়া এক সময়ের জাতীয় দলে খেলা নাঈম শেখ, সাইফ
হাসান, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনিরাও আছেন দলে।
এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে
অংশ নেবে ৮টি দল। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বি
গ্রুপে স্বাগতিক ওমানের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১৯ অক্টোবর
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান
ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের জার্সিধারীরা। গ্রুপ পর্বের সেরা
চার দল ২৫ অক্টোবর দুই সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর ২৭ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে
পর্দা নামবে টুর্নামেন্টের।
২০১৩ সালে ইমার্জিং এশিয়া কাপের প্রথম
আসরে শিরোপা জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে
হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান। সেবার সেমিফাইনালেই বিদায়
নিয়েছিল বাংলাদেশ। তবে এবার শিরোপায় চোখ রাখছে টিম ম্যানেজমেন্ট।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।