নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ০১:৪৫ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১২:০৯ পিএম
সোবহানা মোস্তারি
স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এবারের কুড়ি ওভারের বিশ্বমঞ্চে নিগার সুলতানা জ্যোতিদের এটাই একমাত্র সাফল্য। তার পরের গল্প গুলো শুধুই ব্যর্থতার। একে একে হার মানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শনিবার রাতে বাজে পারফরম্যান্সের ষোলকলা পূর্ণ করে ধসে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। প্রোটিয়া কন্যাদের কাছে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল দেশের কন্যা। আর ১৬ বল হাতে রেখে দাপুটে এক জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে উঠার পথে এগিয়ে রইল আফ্রিকার দেশটি।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৬ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ৩৮ রান। ৩২ রান নিয়ে অপরাজিত থেকে যান জ্যোতি। জবাবে দক্ষিণ আফ্রিকা জয়ের বন্দরে পৌঁছে যায় মাত্র ৩ উইকেট খুইয়ে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৪২ রানের ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি।