× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের নিয়ে রেকর্ডের উৎসব ভারতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২১:৫৬ পিএম

টাইগারদের নিয়ে রেকর্ডের উৎসব ভারতের; ছবি : আ. ই. আলীম

টাইগারদের নিয়ে রেকর্ডের উৎসব ভারতের; ছবি : আ. ই. আলীম

 হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পিচ রিপোর্ট নিয়ে আভিনব মুকুন্দ বললেন, ‘এটি খুবই বড় রানের ভেন্যু। উইকেটটি পুরোপুরি ব্যাটিং সহায়ক।’ উইকেট সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টস জিতলে তিনি আগে বোলিংই করতেন। তাই টসের সিদ্ধান্তে খুশি তিনি।’ কিন্তু মাঠে বল গড়াতেই বাংলাদেশের সব খুশি পরিণত হয় বিষাদে। টাইগার বোলারদের নিয়ে ইচ্ছাপূরণের খেলায় মেতে ওঠে ‍টসজয়ী ভারত। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান, এবং দলীয় সর্বোচ্চ রানের সৌধ গড়েছে দেশটি। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান।


এর আগে টি-টোয়েন্টিতে ভারতের দলীয় সর্বোচ্চ রান ছিল ৫ উইকেট হারিয়ে ২৬০ রান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়ে তারা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করেছে সূর্যকুমার যাদবের দল। আর এটা করার পথে  রেকর্ডের পর রেকর্ড গড়েছে দলটি। মাত্র তিন রানের জন্য তিনশ রান করতে পারেনি ভারত। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা। এর আগে এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা করেছিল ৩ উইকেটে ২৭৮ রান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নেপালের। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল।


ম্যাচে ভারতের হয়ে টি-টোযেন্টি ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিকানা নিজের করে নিয়েছেন সঞ্জু স্যামসন। মাত্র ৪০ বলে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু রোহিত শার্মার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। স্যামসনের ১১১ রান আসে মাত্র ৪৭ বলের কনকর্ডে চড়ে। সাজানো ইনিংসটিতে ১১ চারের সঙ্গে মারেন আটটি ছক্কা।

কম যাননি অধিনায়ক সূর্যকুমারও। ৩৫ বলের ইনিংসে করেন ৭৫ রান। ইনিংসটি সাজান আট চার ও পাঁচ ছক্কার সমাহারে। সঞ্জু ও সূর্যকুমার দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে গড়েন নতুন রেকর্ড। মাত্র ৬৭ বলের জুটিতে ১৭১ রান করেন এই দুজন। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাইলি রুশোর। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন এই দুজনে।


টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা। তবে এই ধাক্কা স্বাগতিকদের রানোৎসবের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরু থেকেই আগ্রাসন চালান সঞ্জু ও সূর্যকুমার। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ভারত। প্রথম ৬ ওভারে তারা সংগ্রহ করে ১ উইকেটে ৮২ রান। এর আগে ২০২১ বিশ্বকাপে দুবাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতেও তারা সংগ্রহ করেছিল ২ উইকেট হারিয়ে ৮২ রান।


ম্যাচের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশেষভাবে সম্মানিত করে তার সতীর্থরা। সাধারণত ফিল্ডিং দলের হয়ে সবার আগে মাঠে নামেন অধিনায়ক। তবে শনিবার বাংলাদেশ দলকে মাঠে নামার নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। সতীর্থরা তাকে দিয়েছেন গার্ড অব অনার।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। গতকাল ১৪১তম ম্যাচ খেলে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ইতি টানলেন ৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল রোহিত (১৫৯) ও পল স্টারলিং (১৪৭)। আর জর্জ ডকরেল খেলেছেন তার সমান ১৪১ ম্যাচ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে সূর্যকুমারের উইকেট শিকার করেছেন মাহমুদউল্লাহ। ২ ওভারে দিয়েছেন ২৬ রান।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা