× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে খুলনার অধিনায়ক মিরাজ!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২১:১২ পিএম

বিপিএলে খুলনার অধিনায়ক মিরাজ!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাল্টালেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ছেড়ে সরাসরি চুক্তিতে তিনি যোগ দিলেন খুলনা টাইগার্সে। গত আসরে খুলনার ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দেওয়ায় এই অলরাউন্ডারকেই দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্ব পালন করতে।

আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মিরাজকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে খুলনা। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে রিটেইন করেছে দলটি। আগের আসরের মতো এবারও দলটির প্রধান কোচ হিসেবে দেখা যাবে তালহা জুবায়েরকে।

এদিকে আসন্ন মৌসুমের জন্য তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে রিটেইন করেছে সিলেট স্ট্রাইকার্স। আর সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জাকের আলী অনিককে। ঢাকা ক্যাপিটালস ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলসকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে। এর আগে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার জনসন চার্লসকেও যুক্ত করেছে তারা।

ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রিটেইন করেছে। এ ছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। তবে সদ্যই টি-টোয়েন্টিকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করেনি দলটি। এর আগে বিদেশিদের মধ্যে ডেভিড মালান ও ফাহিম আশরাফকে দলে নেওয়ার কথা জানিয়েছে। আসরের শেষ ভাগে ডেভিড মিলার ও কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিপিএলের একাদশ আসরের খেলা আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা। সে লক্ষ্যে ড্রাফটের জন্য ব্যয়সীমাও ঠিক করে দিয়েছে বিপিএল গভর্নিং বডি। স্থানীয় খেলোয়াড়দের জন্য চার কোটি টাকা এবং বিদেশিদের জন্য তিন কোটি টাকা খরচ করতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এর বাইরেও সরাসরি চুক্তির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে পারবে দলগুলো। ড্রাফট ও ড্রাফটের বাইরে মিলিয়ে ১০ থেকে ১৪ জন স্থানীয় খেলোয়াড় রাখতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিদেশিদের ক্ষেত্রে নিয়ম রাখেনি বিসিবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা