প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৯:১১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৯:১৮ পিএম
মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ; ছবি: আ. ই. আলীম
ভারত সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও সফলতার দেখা পায়নি বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে টাইগাররা। তবুও হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ এক ম্যাচ।
কেননা এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন টাইগার অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বিদায় ম্যাচে তাই 'সাইলেন্ট কিলার' খ্যাত এই তারকাকে জয় উপহার দিতে চাইবে সতীর্থরা। রিয়াদের বিদায়ী ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। আগের দুই ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক বাদ পড়ছেন। যুক্ত হচ্ছেন শেখ মেহেদী হাসান এবং ওপেনার তানজিদ হাসান তামিম। পরিবর্তন অবশ্য আছে ভারত দলেও। এই ম্যাচে অতিরিক্ত এক স্পিনার খেলাচ্ছে টিম ইন্ডিয়া। লেগ স্পিনার রবি বিষ্ণোই এসেছেন তৃতীয় ম্যাচের দলে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পেসার আর্শদীপ সিং।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।