প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৪১ পিএম
বাংলাদেশ ক্রিকেটে শেষের পথে পঞ্চপাণ্ডব অধ্যায়। বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে। একে একে মাশরাফী বিন মর্ত্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম—সবাই কুড়ি কুড়ির ক্রিকেটকে আরও আগেই বিদায় বলেছেন। বাকি ছিলেন শুধু একজন। তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ইতি টানছেন এ তারকা অলরাউন্ডার।
শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ। তার বিদায়লগ্নে আবেগী বার্তা দিয়েছেন জাতীয় দলের সতীর্থ মুশফিক-লিটনদের মতো ক্রিকেটাররা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রিয়াদ প্রসঙ্গে মুশফিক লেখেন, ‘রিয়াদ ভাই, আপনাকে অভিনন্দন এমন একটি স্মরণীয় টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আমি গর্বিত আপনি যা অর্জন করেছেন তার জন্য। আপনি এভাবে আগামীতে এগিয়ে যাবেন। মাশাল্লাহ! আমি আপনার আগামীর জন্য শুভকামনা জানাই।’
রিয়াদের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লেখেন, ধন্যবাদ, রিয়াদ ভাই আপনাকে নিঃস্বার্থ ত্যাগের জন্য।’
পেসার শরিফুল ইসলাম বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় কিংবদন্তি রিয়াদ ভাই। আপনার অধিনায়কত্বের সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অভিষেক হয়। প্রথম ম্যাচের চাপ ছিল ৫০ রান দিয়ে শুরু করি। কিন্তু পরের ম্যাচের আগের দিন রাতে কিছু কথা আমাকে বলেছিলেন যেটা এখনও আমাকে ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ তৈরি করে। শুভকামনা রইল আপনার জন্য ।‘
যদিও রিয়াদের বিদায়ি ম্যাচের আগে বাংলাদেশ আছে মহাবিপদে। কারণ, টানা দুই হারে সিরিজ হারানো বাংলাদেশকে এই ম্যাচেই চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এমন লজ্জা থেকে নিজেদের রক্ষার ম্যাচটিই আবার হতে যাচ্ছে মাহমুদউল্লাহর বিদায়ি ম্যাচ। তাই শেষ ম্যাচটিতে নিজেদের মান বাঁচানোর পাশাপাশি মাহমুদউল্লাহর বিদায়কেও স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।