× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৬:২৪ পিএম

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের

বাংলাদেশ সিরিজ শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। ঘরের মাথে কিউইদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ শামি। 

বাংলাদেশ সিরিজের দলে ভারতের কোনো সহ অধিনায়ক ছিল না। নিউজিল্যান্ড সিরিজের দলে সহ অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। এই সিরিজের দলে ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ খান। 

উইকেটরক্ষক ঋষভ পান্তের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে। নিউজিল্যান্ড সিরিজে তিন পেসার ও চার স্পিনার নিয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। বুমরাহ ছাড়া দলের বাকি দুই পেসার হলেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। 

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ২৪ অক্টোবর থেকে পুনেতে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। আর ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা