× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সেলোনার কাছে ৩২ লাখ ডলার ‘পাওনা’ আগুয়েরোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯ পিএম

বার্সেলোনার কাছে ৩২ লাখ ডলার ‘পাওনা’ আগুয়েরোর

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সার্জিও আগুয়েরোর ছোট্ট অধ্যায় শেষ হয়ে গেছে স্রেফ পাঁচ মাস আর পাঁচ ম্যাচেই। কিন্তু ক্লাবের সঙ্গে তার সম্পর্ক এখনও শেষ হয়নি। কাতালান ক্লাবটির প্রতি টান যেমন আছে তার, তেমনি আছে টানাপোড়েনও। ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে মোটা অঙ্কের অর্থ ২০২১ সাল থেকে পাওনা আছে বলে মামলা করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড, যা আদালতে চলমান এখনও।

ক্লাবের সদস্যদের কাছে ২০২৩-২৪ মৌসুমের যে আর্থিক প্রতিবেদন পাঠিয়েছে বার্সেলোনা, সেটি দেখার সুযোগ পেয়েছে ইএসপিএন। তাদের খবর, আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাওনা আদায়ে আগুয়েরোর মামলার ব্যাপারটি।

ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার চু্ক্তির মেয়াদ। কিন্তু নভেম্বরের শুরুতেই হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে তাকে হাসপাতালে নিতে হয়। তখন প্রাথমিকভাবে বলা হয়েছিল, মাস তিনেক মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। কিন্তু চিকিৎসকের পরামর্শে ডিসেম্বরেই পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি স্রেফ ৩৩ বছর বয়সেই।

তবে গত প্রায় তিন বছরেও বার্সেলোনার সঙ্গে তার আর্থিক লেনদেনের সুরাহা হয়নি। ক্লাবের এবারের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার) পাওনা আছে দাবি করে গত ২৯ মে অভিযোগ দায়ের করেন আগুয়েরো। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে পরের পদক্ষেপের জন্য।

ক্লাবের আর্থিক প্রতিবেদনে ‘মামলা’ নামে যে অধ্যায় আছে, সেখানেই আগুয়েরোর ব্যাপারটি উল্লেখ করা হয়েছে।

‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। গত বছর বার্সেলোনা থেকে উসমান দেম্বেলের পিএসজিতে পাড়ি জমানোর মধ্যস্থতা করার অংশ হিসেবে এই পরিমাণ অর্থ পাওনা বলে দাবি করেছে কোম্পানিটি।

এই ব্যাপারটিও আদালতে নিয়ে গেছে বার্সেলোনা এবং ওই কোম্পানি মামলা লড়তে প্রস্তুত বলে আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগামী ১৯ অক্টোবর বার্সেলোনার বার্ষিক সাধারণ সভা। এর আগে ক্লাবের সুনির্দিষ্ট সদস্যদের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়েছে। বার্ষিক সাধারণ সভায় এই প্রতিবেদনের নানা দিক নিয়ে প্রশ্ন বা মতামত জানাতে পারবেন ক্লাব সদস্যরা।

বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে যে, গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতি হয়েছে বার্সেলোনার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা