× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত সিরিজ

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশের চোখ রাঙানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১২:৩২ পিএম

১৭ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ; ছবি: আ. ই. আলীম

১৭ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ; ছবি: আ. ই. আলীম

ভারত সফর শেষ হলেই যেন হাঁফ ছেড়ে বাচে নাজমুল হোসেন শান্তর দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে যযযনুতম প্রতিরোধও গড়তে পারছেনা বাংলাদেম শিবির। ‍দু টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের চলতি টি- টোয়েন্টি সিরিজের প্রথম দু ম্যাচেই  অসহায়ভাবে আত্মসমর্পন করেছে ‍টিম টাইগার্স। এমনি অবস্থায় আজ শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে দ্বৈরথে নামছে শান্ত ব্রিগেড। আর এই ম্যাচের মধ্য দিয়েই কেুড়ি – কুড়ি ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। 

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচকে সামনে রেখে টাইগাররা আজ নতুনভাবে জেগে উঠতে পারবে কিনা সেই চ্যালেঞ্জও আজ।  হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস। 

দেশের হয়ে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি খেলার রেকর্ডও মাহমুদউল্লাহর। ক্রিকেটর এই সংক্ষিপ্ততম  ফরম্যাটে এখন পর্যন্ত  ১৪০ ম্যাচ ২৩.৬৫ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৪৩৬ রান। আর বল হাতে ২৭.৭২ গড়ে শিকার করেছেন ৪০ উইকেট। তার আগে টি- টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাধারণত ক্যারিয়ারের শেষ ম্যাচে বিদায়ী সংবর্ধনা দেয়ার একটা রেওয়াজ আছে। মাহমুদউল্লাহকে কোনো সংবর্ধনা দেওয়া হবে কি না কিংবা এমন কোনো আয়োজন আছে কি না এই প্রশ্নের সরাসরি কোন জবাব দেননি বাংলাদেশের সহকারী ( ফিল্ডিং) কোচ নিক পোথাস।  দক্ষিণ আফ্রিকান এই কোচের ভাষায়,  ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’

এবারের ভারত সফরে ক্রিকেটের প্রতিটি বিভাগেই বাংলাদেশের গ্রাফটা নিম্নমুখী। ব্যাটিং – বোলিং তো বটেই ফিল্ডিংয়েও গাছাড়া ভাব দেখা গেছে টাইগারদের মধ্যে। এতসব ব্যর্থতাকে বড় করে না দেখে এই সফরের শিক্ষা আগামীতে কাজে লাগানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন পোথাস,  ‘আমি বিশ্বাস করি আমাদের জন্য প্রতিদিনই নতুন দিন। প্রতিদিনই শেখার দিন। যোগ করেন,  ভারত সবসময়ই করবেই অনেক চাপে ফেলতে চাইবে। কারণটা হচ্ছে তাদের দক্ষতা। আপনার শিক্ষাটা হচ্ছে কীভাবে লম্বা সময় ধরে চাপটা সামাল দিতে পারবেন। আমি মনে করি, ভারতে খেলতে পারাটাও গুরুত্বপুর্ণ।’  

স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শান্তদের হার ৭ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে  হারের ব্যবধান ৮৬ রানে। এমন দুদর্শায় থাকা টাইগাররা কি মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে নতুনভাবে জেগে উঠতে পারবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা