উয়েফা নেশন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১২:১৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৭:১২ পিএম
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে
এক পা দিয়েছে জার্মানি। গতকাল শুক্রবার রাতে বসনিয়া হারজেগোভিনাকে ২–১ গোলে হারিয়েছে
তারা। জার্মানির হয়ে জোড়া গোল করেছেন দেনিজ উনদাভ। একই রাতে গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে
১–১ গোলে রুখে
দিয়েছে হাঙ্গেরি। ড্রয়ের পাশাপাশি এই ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল
ফন ডাইকের দেখা লাল কার্ড। আগামী সোমবার রাতে মিউনিখে নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির
বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য
বড় ধাক্কাই বটে।
বসনিয়ার শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে
ম্যাচের শুরু থেকে একচেটিয়া পজিশন ধরে রাখে জার্মানি। আক্রমণে যদিও সেভাবে প্রভাব বিস্তার
করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে, লক্ষ্যে প্রথম শট নিয়েই
এগিয়ে যায় সফরকারীরা। ফ্লোরিয়ান ভিরৎজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ।
৬ মিনিট পরই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে ৬ গজ বক্সে ক্রস বাড়ান
মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠান্ডা মাথায় পা
বাড়িয়ে বলের দিক পাল্টে দেন উন্দাভ।
৫৮তম মিনিটে খুব কাছ থেকে জালে বল জড়িয়ে
হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। তবে এ যাত্রায় তার কপাল মন্দ, আগমুহূর্তে শট নেওয়া
তার সতীর্থ অফসাইডে ছিলেন। ১০ মিনিট পর জালে বল পাঠান সার্জিও গিনাব্রে, সেটাও অফসাইডে
বাতিল হয়ে যায়। জার্মানদের একের পর এক গোলের উচ্ছ্বাস নিভে যাওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান
কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড। এতে নাটকীয়তার
আভাস মিললেও বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বসনিয়া।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় উনদাভ বলেছেন,
‘তারা (বসনিয়া) গোল করার পর পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছিল। যদিও আমরা আত্মবিশ্বাসের
সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করতে পেরেছি।’ জার্মান কোচ ইউলিয়ান নাগলসমানের আক্ষেপ আরও বেশি
গোল করতে না পারার, ‘যে পরিমাণ সুযোগ আমরা তৈরি করেছি, সে তুলনায় খুব কমই গোল করতে
পেরেছি।’
দিনের আরেক ম্যাচে ৩২তম মিনিটে রোলান্ড
সাল্লাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায়
নেদারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই দফায় হলুক কার্ড দেখে ৭৯
মিনিটে মাঠ ছাড়েন ডাচ তারকা ভার্জিল ফন ডাইক। লিভারপুলের এ তারকা ডিফেন্ডার জাতীয় দলের
জার্সিতে ৭৭ ম্যাচ খেলে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন। প্রথম হলুদ কার্ড তাকে দেখানো
হয় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায়। পরেরটি ছিল ফাউলের জন্য, যেটি নিয়ে সংশয়ের অবকাশ
নেই। নেদারল্যান্ডস তখনও পিছিয়ে ছিল। ১০ জন নিয়েও তারা সমতা ফেরাতে পারে ৮৩তম মিনিটে
ডেনজিল ডুমফ্রিসের গোলে।
ম্যাচ শেষে ইএসপিএন নেদারল্যান্ডসকে
ফন ডাইক বললেন, তার আপত্তি প্রথম হলুদ কার্ডটি নিয়েই, ‘এ লাল কার্ড কোনো কাজের নয়… কোনোভাবেই
হওয়া উচিত হয়নি। আমি ক্ষুব্ধ বিশেষ করে প্রথম হলুদ কার্ডটি নিয়ে।’ তিনি যোগ
করেন, ‘তারা বলেন যে, কেবল অধিনায়ক গিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন। আমি তার (রেফারি)
দিকে এগিয়ে যাই। পরিস্থিতি ছিল উত্তেজনাময়। তবে মোটেও বাজেভাবে কিছু বলিনি আমি, একদমই
না। খুবই শ্রদ্ধাশীল ছিলাম। অধিনায়কও যদি কিছু বলতে না পারে… তাহলে তো
কাজটা খুবই কঠিন।’ ডাচ কোচ রোনাল্ড কোমান বলেছেন, ‘১০
জন নিয়েও আমরা আক্রমণাত্মক খেলেছি। আমি ভেবেছিলাম আমরা গোল করতে যাচ্ছি।’
হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরুর
পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র করেছিল জার্মানরা। ফের জয়ে ফেরার
মধ্য দিয়ে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখল তারা, তিন
ম্যাচে দলটির পয়েন্ট ৭। হাঙ্গেরির মাঠে ১-১ ড্র করে ৫ পয়েন্ট নিয়ে ২-এ আছে ডাচেরা।
২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার পয়েন্ট ১।