প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৪:২৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৫:০৭ পিএম
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সনাথ জয়াসুরিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাচ্ছেন জয়াসুরিয়া। কাজে সন্তুষ্ট হয়ে এবার তাকে পূর্ণকালীন কোচ করল শ্রীলঙ্কা ক্রিকেট।
গত কয়েক মাসে জয়াসুরিয়ার অধীনে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। গত ২৭ বছরের মধ্যে যা প্রথম। ১০ বছরের মধ্যে প্রথমবার টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও ওপরে উঠে এসেছে লঙ্কানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলারও সুযোগ ও সম্ভাবনা আছে তাদের।
দলের সঙ্গে জয়াসুরিয়ার আগে সম্পৃক্ততা ছিল প্রধান নির্বাচক হিসেবে। দুবার পৃথক মেয়াদে। তারপর অবশ্য ২০১৯ সালে আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভাঙায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। প্রধান কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ।