আর্জেন্টাইন গোলরক্ষকের কীর্তি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১০:১১ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১০:৫৮ এএম
ফুটবলে পেনাল্টি শট রুখে দেওয়া নায়কোচিত কিছুই! প্রতিপক্ষের জোরালো কিংবা বুদ্ধিদীপ্ত শট দারুণ ক্ষিপ্রতায় আটকে দিতে পারার মাহাত্ম্য অনেক। সেটা যদি এক ম্যাচেই একবার দুবার করে তিনবার হয়, তবে তাকে নায়ক বলা ভুল কিছু হবে না। রবিবার জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানিগা তেমনই কীর্তি গড়েছেন। এক ম্যাচেই আটকে দিয়েছেন তিনটি পেনাল্টি।
লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গাজ্জানিগার নৈপুণ্যে ২-১ গোলে জয় পেয়েছে জিরোনা। ২০২২ সালে ফুলহ্যাম থেকে জিরোনায় ধারে খেলতে আসেন গাজ্জানিগা। তার পরের মৌসুমেই তাকে কিনে নেয় জিরোনা। আর্জেন্টিনার জার্সি গায়ে ২০১৮ সালে একটি ম্যাচ খেলেছিলেন এমিলিয়ানো মার্তিনেজের শিষ্য।
জিরোনার মাঠে এদিন ম্যাচের ২৮ মিনিটে প্রথমবার পেনাল্টি পায় বিলবাও। অ্যালেক্স বেরেনগুয়ার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন গাজ্জানিগা। ম্যাচের ৫৩ মিনিটে আবারও পেনাল্টি বাঁশি বাজে। অ্যাথলেটিক এবারও জালের দেখা পায়নি। ইনাকি উইলিয়ামসের পেনাল্টিও সেভ করেন গাজ্জানিগা।
তবে এখানে আরেকটি কাণ্ড ঘটে। ভিএআরের সাহায্যে রেফারি দেখেন ইনাকি যখন পেনাল্টি নিতে যাচ্ছিলেন তখন নিজের লাইন থেকে এগিয়ে আসেন গাজ্জানিগা। যার কারণে সেই পেনাল্টি বাতিল করা হয়। ফের শট নেওয়ার সুযোগ আসে অ্যাথলেটিকের। তবে গাজ্জানিগাকে পরাস্ত করতে পারেনি অ্যাথলেটিকের আন্ডার হেরেরা।
ম্যাচের ৯৯তম মিনিটে অবশ্য পেনাল্টি থেকে গোল করেই জয় পায় জিরোনা। লিগ ম্যাচটিতে ৩৯ মিনিটে প্রথমবার জালের দেখা পায় জিরোনা। পরে ৪১ মিনিটে সেই গোল শোধ দেয় অ্যাথলেটিক। পেনাল্টি আক্ষেপের পর যোগ করা সময়ে গোল হজম করে প্রতিপক্ষের আক্ষেপ দ্বিগুণ করেন জিরোনার স্টুয়ানি। লা লিগা টেবিলের ৬ নম্বরে আছে অ্যাথলেটিক, ১২ নম্বরে উঠেছে জিরোনা।