প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৪:২৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:৩১ এএম
ব্যাটিং অ্যাপ্রোচ বদলানোর কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ অধিনায়কের কথার সঙ্গে বিস্তর ফারাক ছিল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। আরেকটি বাজে ব্যাটিং প্রদর্শনীতে বাংলাদেশ দেখেছে বড় হার। তবে শান্তর বিশ্বাস, তারা আরও ভালো ক্রিকেট খেলবেন এবং তিন ম্যাচের সিরিজে ফিরবেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত গতকাল স্বীকার করেছেন তারা ব্যর্থ হয়েছেন। তবে ততটা খারাপ দল তারা নন বলে বিশ্বাস শান্তর, ‘খারাপ হয়েছে যে সেটাও বলব না। আমার মনে হয়, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেক দিন ধরে এ সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’
ভারতের বিপক্ষে গোয়ালিয়রে ১২৭ রানের লক্ষ্য ছোড়ে বাংলাদেশ; যা ৪৯ বল এবং ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত। টাইগার ব্যাটারদের ধুঁকতে থাকা কিংবা হারের কারণ খুঁজতে গিয়ে শান্ত ছিলেন অকপট। উইকেট বা কন্ডিশনের দোষ দেননি বাংলাদেশ অধিনায়ক, ‘উইকেট স্লো ও লো খুব সামান্য ছিল। এটা মানিয়ে নেওয়ার মতো। কিন্তু আমাদের শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে ১টি ২টির বেশি উইকেট পড়ে গেলে পরের ব্যাটারদের জন্য খুব কঠিন হয়। আমার কাছে হারের প্রধান ও মূল কারণ হলো প্রথম ৬ ওভারে একটু বেশি উইকেট পড়ে যাওয়া।’
তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন শান্ত, ‘আমি বিশ্বাস করি, সামনের ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলব। জয়ের জন্য খেলব। এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে কিন্তু বিশ্বাস করি আমরা এর চেয়ে ভালো পারফর্ম করা দল।’