প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৪:০৫ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:২৭ এএম
রবার্ট লেভানডোভস্কির হ্যাটট্রিকে জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে তারা ৩-০ গোলে হারিয়েছে দেপোর্টিভো আলাভেসকে। শনিবার ভিয়ারিয়ালকে হারানোয় বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট হয়েছিল রিয়াল মাদ্রিদের। এদিন জেতায় বার্সেলোনা আবার শীর্ষে উঠে এসেছে। সামনে আন্তর্জাতিক বিরতি থাকায় ১ নম্বরেই থাকবে তারা। নয়টি ম্যাচের আটটিতেই জিতল বার্সেলোনা।
লা লিগায় দেপোর্টিভোর বিপক্ষে ম্যাচের শুরুতে বার্সেলোনার রাফিনহার ১টি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তার পরই রাফিনহার ফ্রি কিক থেকে গোল করেন লেভানডোভস্কি। বাঁ দিক থেকে দৌড়ে আসা সেই রাফিনহার নিখুঁত ক্রসেই দ্বিতীয় গোল করেন লেভা।
বিরতির আগে আলাভেসের টোনি মার্তিনেসের ১টি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে সান্তিয়ানো মোরিনোরও ১টি গোল একই কারণে বাতিল হয়েছে। তবে বড় জয় আটকায়নি বার্সার।
এ জয়ে নয় ম্যাচের আটটিতে জিতে ও একটিতে হেরে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সা। নয় ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে তৃতীয় স্থানে।