প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৩:৪৯ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে তারা। তবে সেই স্কোয়াডে থাকা নান্দ্রে বার্গার যে বাংলাদেশে আসছেন না, তা আগেই জানা গিয়েছিল। সিরিজ শুরুর আগে আরও বড় ধাক্কা খেতে পারে প্রোটিয়ারা।
ইনজুরিতে ছিটকে যেতে পারেন স্বয়ং সফরকারীদের অধিনায়ক। কনুইয়ের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। শঙ্কা জেগেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়েও।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথমটি। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ২ নভেম্বর, চট্টগ্রামে। আইরিশদের বিপক্ষে গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা।
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি ৩৫ রান করে। পরে ফিল্ডিংও করেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দেশে ফিরে চোট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বাভুমা। তখন হয়তো জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।