প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০৩:৪২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:২৩ এএম
আবারও পুরুষ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। ২০১৪ সালের পর ফের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় জাতির এ টুর্নামেন্টের অতীতের ১৩ আসরের মধ্যে তিনবার আয়োজক ছিল বাংলাদেশ। এবার ১৫ আসরের মধ্যে চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এশিয়া কাপের ২০২৫ সালের (টি-টোয়েন্টি ফরম্যাট) আয়োজক ভারত, ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ বাংলাদেশে হবে। এরপর ২০২৯ সালে (টি-টোয়েন্টি ফরম্যাট) পাকিস্তানে হবে এশিয়া কাপ। এরপর ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাটে) শ্রীলঙ্কায় গড়াবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট।
এশিয়া কাপের আসন্ন দুটি আসরেও হবে ১৩টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এ পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। পরে ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ।
এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে সুপার ফোর। দুই ধাপে ছয়টি করে মোট ১২টি ম্যাচ হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে হবে ফাইনাল।