নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২২:০৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২৩:৩৮ পিএম
বাংলাদেশের নারী ক্রিকেটারদের উইকেট প্রাপ্তির উল্লাস
একে তো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। তারওপর র্যাঙ্কিংয়ে এগিয়ে অনেকটা। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার। ইংল্যান্ডের রাজকীয় ব্যাটিং পারফরম্যান্স উপভোগের প্রত্যাশাই করেছিল ক্রিকেট অনুরাগীরা।
৬.৪ পর্যন্ত ব্যাটিংয়ে দাপট দেখাতে পেরেছে ইংলিশ কন্যারা। দলীয় ৪৮ রানে উদ্বোধনী জুটিতে ছেদ পড়তেই মাঠে ছড়ি ঘোরাতে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। স্পিন জাদু দেখান নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। আর রিতু মনি দাগান পেস তোপ। ত্রয়ীর দাপুটে বোলিংয়ে ফেভারিট ইংল্যান্ডকে ১১৮ রানে গুটিয়ে দিয়েছে বাঘিনীরা।
ওপেনার মারিয়া বাউচিয়ার ব্যক্তিগত ২৩ রানে সাজঘরে ফিরতেই মোড়ক লাগে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে আরেক উদ্বোধনী ব্যাটার ড্যানিয়েল ওয়েট-হজ বিপর্যয় সামলে ৪১ রানের দারুণ এক কার্যকর ইনিংস খেললেও বাকি ব্যাটাররা লিখে যান ব্যর্থতার গল্প।
অ্যামি জোন্স ১২ রানে অপরাজিত থাকলেও অন্যরা সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে। তাতে ৭ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি পুঁজি গড়তে পারেনি ইংল্যান্ড। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দুটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।
সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে তার আগে টস জিতে বাংলাদেশের মেয়েদের ফিল্ডিংয়ে পাঠায় ইংলিশরা।