বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২১:০৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২১:০৯ পিএম
সাকিব আল হাসান ----ছবি: আ. ই. আলীম
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হতে যাচ্ছে ১৪ অক্টোবর। তার আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের সাত দলের রিটেইন ও ডিরেক্ট সাইনিং লিস্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ে ছয়টি ফ্র্যাঞ্চাইজি জটিলতার মুখোমুখি না হলেও সমস্যায় পড়ে গেছে রংপুর রাইডার্স। তারা সাকিব আল হাসানকে রিটেইন লিস্টে রাখবে কি না, সেটা নিয়েই উভয় সংকটে দলটির ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, তারকা এ অলরাউন্ডার বিপিএল খেলতে পারবেন কি না, সেটা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিপিএলের গত আসরে সাকিব সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তার পারফরম্যান্স ছিল গড়পড়তা মানের। কিন্তু তারপরও ক্রিকেটের এ মহাতারকাকে টিমে ধরে রাখতে ইচ্ছুক রংপুর। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সাকিবের দেশে ফেরা ও বিপিএলে অংশ নেওয়ার গ্যারান্টি কেউই দিতে পারছে না এই মুহূর্তে। রংপুরের কর্তাব্যক্তিরা তাই তাকিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে।
চলতি অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই দেশের মাটিতেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে চান সাকিব। দেশে ফিরে আবার বিদেশে যাওয়ার নিশ্চয়তা পেলেই কেবল যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। কিন্তু তাকে এখন পর্যন্ত কেউ নিশ্চয়তা দেয়নি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সাকিবের খেলা নিয়ে নেই কোনো নিশ্চয়তা।
সাকিব প্রোটিয়াদের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজ খেলতে দেশে এলে বিপিএলেও খেলার সুযোগ পাবেন। রংপুর এই সুযোগটাই নিতে চায়। ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম আজ শনিবার মিরপুরে বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডাউট আছে তার অ্যাভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নেই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে এলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএলও খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারব কি না।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। এ কারণে সাকিবের দেশে ফেরাকে অনেকেই নিরাপদ মনে করছে না। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। জরিমানা গুনেছেন পুঁজিবাজারে অর্থ জালিয়াতির অভিযোগে। সব মিলিয়ে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সাবেক এ সংসদ সদস্য। তবে এত কিছুর পরও সাকিবকে পাওয়ার প্রত্যাশায় প্রহর গুনছে রংপুরের টিম ম্যানেজ। অনুরাগীদের চাওয়াকে মূল্য দিতেই সাকিবকে বিপিএলের মাঠের লড়াইয়ে চায় রংপুর।
সিক্সটি স্ট্রাইক্স নামে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) লস অ্যাঞ্জেলস ওয়েভসের ক্যাপ্টেন সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তানিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবে চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন, এটা আমার আইডিয়া নেই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সব সময় সম্পদ।’