প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৭:২২ পিএম
কোচকে নিয়ে ভারতকে হারানোর পরিকল্পনা হয়ত কষছেন অধিনায়ক শান্ত— গোয়ালিয়র থেকে আ. ই. আলীম
‘ধামাকা’ শব্দটি শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তাওহীদ হৃদয়। ধাতস্থ হয়ে হেসে নেন একগাল। সংবাদ সম্মেলনে পরে দেন কৌশলী উত্তর। টাইগার ব্যাটার শোনান, নিজেদের প্রস্তুতি, লক্ষ্য এবং ব্যক্তিগত চাওয়া। কুড়ি-কুড়ির ফরম্যাটে ভারতের বিপক্ষে ১৪ ম্যাচের খেরো খাতায় ১৩ হারের বিপরীতে মাত্র এক জয়। ২০১৯ সালে দিল্লিতে সেবার ভারতকে চমকে দিয়েছিল মুশফিক-মাহমুদউল্লাহর দল। আগামীকাল রবিবার গোয়ালিয়রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও কি ধামাকা আসছে? হৃদয়ের সোজাসাপ্টা উত্তর, তেমন কিছু না। শুধু একটি নয়, সিরিজ জিততে চাই।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি সামনে রেখে গত তিন দিন ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। আগের দিন অনুশীলন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন, ‘নতুন অ্যাপ্রোচে খেলব। সিরিজে চোখ আমাদের।’ ম্যাচের আগের দিন অধিনায়কের কথাই যেন পুনরাবৃত্তি করেছেন দলের তরুণ তুর্কি হৃদয়, ‘আমাদের মনোযোগ ভালো করার দিকে। ফল পক্ষে আনার দিকে।’
কুড়ি-কুড়ির ফরম্যাটে ভারতের বিপক্ষে তেমন ভালো কোনো স্মৃতি নেই বাংলাদেশের। সবেধন নীলমনি হয়ে আছে ২০১৯ সালে দিল্লিতে পাওয়া একটি জয়। বাকি প্রায় সব ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি টাইগাররা। তবে এবার ভিন্ন কিছু করতে মরিয়া লাল-সবুজের দল। প্রতিপক্ষ ভারতের এই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি। বিশ্রামে আছেন জাসপ্রীত বুমরাহর মতো বড় তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে একঝাঁক তারকা ক্রিকেটার অবসর নেওয়ায় এক প্রকার নতুন দল নিয়েই নামছে স্বাগতিক ভারত। সংবাদ সম্মেলনে হৃদয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার জেতার সুযোগ কি একটু বেশি?
হৃদয় অবশ্য ভারতকে স্রেফ প্রতিপক্ষ ভাবতে চান, ‘হতে পারে। এভাবে আমরা চিন্তা করি না। যখন মাঠে খেলতে নামি তখন কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। সব সময় আমাদের নিজেদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মানার চেষ্টা করি।’
তবে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়লে কে না সুযোগ নেবে, সেটাই পরে শুনিয়েছেন হৃদয় , ‘হয়তো-বা সুযোগ আছে (ভারতকে) হারানোর। তবে এমন না যে তাদের বড় টিমকে আমরা হারাইনি। বড় টিম ছোট টিম বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই জিতবে।’
গোয়ালিয়রে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে সেই ভালো দিনটি আনতে বদ্ধপরিকর টাইগাররা। ধামাকা বা চমকে দিতে চাওয়া নয়, ভালো ক্রিকেট খেলতে চান হৃদয়রা, ‘ধামাকা বা এরকম কিছু আমাদের মাথায় নেই, সত্যি কথা। যেটা আগেও বললাম, আমরা জেতার জন্যই খেলব। আমাদের অবশ্য লক্ষ্য আছে, যাতে আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই, আমরা এরকম (ধামাকা) চিন্তাভাবনা করছি না। আমরা ম্যাচ ধরে ধরে কীভাবে ভালো করা যায় সেটাই (ভাবছি)। আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়রের আবহাওয়া বেশ গরম। শ্রীমন্ত মাধবরাও স্টেডিয়ামে এর আগে কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। পিচের আচরণ কেমন হবে তাই ধোঁয়াশাই থাকছে। টাইগারদের টপ অর্ডার ব্যাটার হৃদয় যদিও মনে করছেন পিচ মন্থর আচরণ করবে, ‘টি-টোয়েন্টি তো রানের খেলা। সব দলই রান করতে চায়। এখানে আন্তর্জাতিক খেলা হয়নি। নতুন ভেন্যু। জানি না কতটুকু কী হতে পারে। ঘরোয়া ম্যাচ হয়েছে, তবে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। খেলা শুরু হলে বুঝতে পারব। উইকেট দেখে যতটা বুঝেছি শ্লথ ও মন্থর। এমন উইকেটে হাই স্কোরিং ম্যাচ কম হয়। আইপিএলও এখানে হয়নি। এখন দেখা যাক।’
টেস্ট সিরিজের অসহায় আত্মসমর্পণের বদলা টি-টোয়েন্টি সিরিজে নিতে মরিয়া বাংলাদেশ। এমন সময়ে সাকিবকে মিস করবেন হৃদয়, ‘চাপ সব সময়েই থাকবে। সেটা মাথায় রাখলে ভালো খেলতে পারবেন না। তাই কীভাবে ভালো খেলতে পারি সেটা নিয়েই ভাবছি। সাকিব ভাইকে নিঃসন্দেহে মিস্ করব। তবে একদিন সবাইকেই চলে যেতে হয়। আর আমরা জিততে পারব বলে আশাবাদী।’
হৃদয়ের বিশ্বাস, জোরালো প্রস্তুতি আর নতুন অ্যাপ্রোচে খেলতে চাওয়া টি-টোয়েন্টিতে নতুন বাংলাদেশকে দেখা যেতে পারে গোয়ালিয়রে। আগের দিন অধিনায়ক শান্ত শুনিয়েছিলেন প্রত্যয়। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে কাল বাংলাদেশ কতটা পাসমার্ক পায়, সেটাই দেখার।