প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:০৬ পিএম
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে খেলছেন না স্টোকস— সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ফিরতে চেয়েছিলেন বেন স্টোকস। বাধ সেধেছিল চোট। খেলা হয়নি তিন ম্যাচের একটিতেও। আরও বাড়ছে ইংলিশ অধিনায়কের অপেক্ষা। পাকিস্তানের মুলতানে ৭ অক্টোবর শুরু হওয়া টেস্টে থাকছেন না। বাম পায়ের চোট সেরেছে কিন্তু ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন স্টোকস। তাই মুলতানে খেলবেন না। তবে দ্বিতীয় টেস্টে ফেরা নিয়ে আশাবাদী তিনি।
মাসদুই আগে দ্য হান্ড্রেডে খেলার সময় চোটে পড়েছিলেন স্টোকস। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন ওলি পোপ। মুলতানেও তার হাতে থাকবে নেতৃত্ব। ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক আশাবাদী তিনি ১৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে টেস্টে ফিরবেন।
বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘এই (প্রথম) ম্যাচে খেলার জন্য ফিট হতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি ম্যাচ খেলার ফিটনেস পুরোপুরি পাইনি।’
স্টোকসের অনুপস্থিতিতে গত আড়াই বছরের মধ্যে দেশের বাইরে প্রথম টেস্ট খেলার সুযোগ পেতে পারেন পেস অলরাউন্ডার ক্রিস ওকস। আগামী ৭ অক্টোবর শুরু সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলার সর্বাত্মক চেষ্টায় স্টোকস।