প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৭:০০ পিএম
গোয়ালিয়রে শেষ তিনদিন অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন তাওহীদ। ভারতের বিপক্ষে সিরিজে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ— ছবি তুলেছেন আ. ই. আলীম
কুড়ি কুড়ির ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের নেই তেমন ভালো কোনো স্মৃতি। জয়-পরাজয়ের খেরোখাতা এখনও এমন— ১৪ ম্যাচ, ১৩ হার এবং এক জয়। ২০১৯ সালে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দিল্লিতে চমকে দিয়েছিল মুশফিক-মাহমুদউল্লাহর দল। পরের দুটিতে হেরে সিরিজ খোয়ালেও সেবার বেশ ধামাকাই দিয়েছিল। আগামীকাল ভারতের গোয়ালিয়রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে আবার কোনো ধামাকা কি আসছে?
গোয়ালিয়রে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসা তাওহীদ হৃদয় কৌশলী উত্তর দিয়েছেন। বাংলাদেশের তারকা ব্যাটারের মতে, ধামাকা নয়, সিরিজ জয়ে চোখ রাখছেন তারা। তারপর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে কাটকাট কথায় জানালেন নিজেদের প্রস্তুতি, লক্ষ্য এবং ব্যক্তিগত চাওয়া।
হৃদয়ের মনে ধামাকা দেওয়ার ইচ্ছে নাই, তবে জিততে চান তারা, ‘ধামাকা বা এরকম কিছু আমাদের মাথায় নেই, সত্যি কথা। যেটা আগেও বললাম, আমরা জেতার জন্যই খেলবো। আমাদের অবশ্য লক্ষ্য আছে যাতে আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই, আমরা এরকম (ধামাকা) চিন্তা ভাবনা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় সেটাই (ভাবছি)।’
প্রতিপক্ষ ভারতের এই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি। বিশ্রামে আছেন জাসপ্রীত বুমরাহর মতো বড় তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে একঝাঁক তারকা ক্রিকেটার অবসর নেয়ায় এক প্রকার নতুন দল নিয়েই নামছে স্বাগতিক ভারত। এবার তাদের হারানোর সুযোগ কি একটু বেশি? তাওহীদ অবশ্য অমন মনে করছেন না, ‘হতে পারে। এভাবে আমরা চিন্তা করি না। আমরা যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই, এগুলো ওভাবে মাথায় কাজ করে না। আমরা সবসময় আমাদের দিকটা ফোকাস করি। আমাদের যে প্রক্রিয়া আছে সেগুলো মানার চেষ্টা করি।’
তবে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়লে কে না সুযোগ নেবে, সেটাই যেন পরে বললেন তাওহীদ, ‘হয়তোবা সুযোগ আছে হারানোর, এমন না যে তাদের বড় টিমকে আমরা হারাইনি। বড় টিম ছোট টিম বলে টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু নেই। আমার কাছে মনে হয় নির্দিষ্ট দিনে যে ভালো করবে সেই (জিতবে)।’
গোয়ালিয়রে আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি লড়াইয়ে নেমে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র ১টিতে। এবার সেই খরা ঘোচানোর পালা। সঙ্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের বদলা নেওয়ার সুযোগও থাকছে শান্ত ব্রিগেডের।