× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের এনসিএলে লস অ্যাঞ্জেলসের অধিনায়ক সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৫:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের এনসিএলে লস অ্যাঞ্জেলসের অধিনায়ক সাকিব

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে শুরু হয়েছে সিক্সটি স্ট্রাইক্স নামে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। ১০ ওভারের এই টুর্নামেন্টে আগামীকাল রবিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। এবারের আসরে দলটিকে নেতৃত্ব দেবেন তারকা এই অলরাউন্ডার।

ইতোমধ্যে লস অ্যাঞ্জেলসের দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এর আগে দলটির ফেসবুক পেজে একটি বার্তায় সাকিব বলেছেন, ‘ডালাসে ৪ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।’

এনসিএলে সাকিবের লস অ্যাঞ্জেলস ওয়েভস শক্ত দলই গড়েছে। দলে তার সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের রুম্মান রায়েস, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের টাইমাল মিলস, আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদি আর অস্ট্রেলিয়ার জো বার্নস। তবে সবচেয়ে বড় নাম কোচিং পদে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কোচিং করানো মিকি আর্থার সেই দলের প্রধান কোচ।

আগামীকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় লস অ্যাঞ্জলস মুখোমুখি হবে নিউইয়র্ক লায়ন্সের। সাকিবের প্রতিপক্ষ দলের অধিনায়কত্বে থাকছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। এদিকে জাতীয় দলে সাকিবের একসময়ের সতীর্থ তামিম ইকবালও খেলবেন এই লিগে৷ টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন টাইগার ড্যাশিং এই ওপেনার। সবশেষ বিপিএলের পর এটাই তাদের একইসঙ্গে খেলা কোনো টুর্নামেন্ট।  

৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে সামাজিক নানা সচেতনতার বার্তাও দেওয়া হবে। সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্ট থেকে লাভবান হলে, সব অর্থ দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে। টুর্নামেন্টে পার্টনার হিসেবে আছে রেড ক্রস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা