× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছরেই মাঠে ফিরছেন পগবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম

আগামী বছরেই মাঠে ফিরছেন পগবা

ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে গত ফেব্রুয়ারিতে চার বছরের জন্য নিষিদ্ধ হন ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা। এই নিষেধাজ্ঞার কারণে ক্লাব, জাতীয় দলসহ সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান ২০১৮ বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার। এই শাস্তির পর পগবার ফুটবল ক্যারিয়ারও শেষ ধরে নিয়েছিলেন অনেকে। এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করে শাস্তি কমালেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই ফরাসি তারকা। 

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পরিপ্রেক্ষিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে এসেছে ১৮ মাসে। সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আগামী বছর জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন ১১ মার্চ থেকে, তাঁর ৩২তম জন্মদিনের চার দিন আগে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে তার ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে।

গত বছরের অগাস্টে সেরি আয় উদিনেজের বিপক্ষে ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা খেলোয়াড়দের শক্তিবর্ধনে সাহায্য করে) উপস্থিতি পাওয়া যায়। এরপর ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ৬ অক্টোবর নমুনার ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ফল আসে। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে পগবাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর ধরা হয়েছে ওই সেপ্টেম্বর থেকেই।

অবশ্য তখনই আপিল করার কথা জানিয়েছিলেন পগবা। দোষ স্বীকার করায় অবশেষে আপিলে তার লাভই হলো। শাস্তি কমার খবরে বিবৃতি দিয়ে পগবা বলেছেন, ‘অবশেষ দুঃস্বপ্ন শেষ হলো। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন থেকে আবার নিজের স্বপ্নের পথে চলা শুরু করতে পারব।’ বিবৃতিতে পগবা আরও বলেছেন, ‘সব সময় বলে এসেছি, আমি জ্ঞানত অ্যান্টি–ডোপিং এজেন্সির নিয়ম ভঙ্গ করিনি। আমি যখন ডাক্তার দ্বারা নির্ধারিত পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করি, সেটি পুরুষ অ্যাথলেটদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়ায় না।’

খেলার প্রতি সব সময় সৎ থাকার কথা বললেও এ ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছে পগবা। তিনি আরও যোগ করেন, ‘এটা আমার জীবনের অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল। কারণ, আমি যে কাজের জন্য এত পরিশ্রম করেছি, সেটি থামিয়ে দেওয়া হয়েছিল।’

চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা পগবা নিষেধাজ্ঞা পাওয়ার পর তাঁর ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শাস্তি কমানোর ঘোষণা আসার পর এখন নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন এই মিডফিল্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা