× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সফর শেষ বার্গারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ১০:০৬ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ১০:৫৭ এএম

বাংলাদেশ সফর শেষ বার্গারের

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন সিরিজের প্রোটিয়া দলে ছিলেন পেস বোলার নান্দ্রে বার্গার। কিন্তু চোটে পড়ে শুরুর আগেই শেষ হয়ে গেল ২৯ বছর বয়সি এ পেসারের বাংলাদেশ সফর।

শুক্রবার (৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বার্গারের চোটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্গার পিঠের নিচের অংশে অস্বস্তি অনুভব করেন এবং পরে স্ক্যানে চোট ধরা পড়ে।’ তিনি দেশে ফিরে যাবেন। সেখানে তার শারীরিক পরিস্থিতি আরও ভালোভাবে মূল্যায়ন করা হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের অনুশীলন চলাকালে মেরুদণ্ডের চোটে পড়েন বার্গার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতে বার্গারের বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনও জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশে দুই টেস্টের সিরিজে বার্গারের বিকল্প সময়মতো জানানো হবে বলে জানিয়েছে তারা।

এদিকে ডান হাঁটুর চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান টনি ডি জর্জিও। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন তিনি। এইডেন মার্করামের সঙ্গে তারই ইনিংস ওপেন করার কথা। ডি জর্জি ছাড়া বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে আর কোনো ওপেনারও নেই।

বাংলাদেশ সফরে দুই অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি ও আনরিখ নরকিয়াকে স্কোয়াডে রাখেনি দক্ষিণ আফ্রিকা। বিশেষজ্ঞ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার ও ডেন প্যাটারসন। আছেন পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। অবশ্য স্পিনে শক্তি বাড়িয়েই বাংলাদেশে আসছে প্রোটিয়ারা। বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ও অফ স্পিনার ডেন পিটকে রাখার পাশাপাশি ফেরানো হয়েছে সেনুরান মুতুসামিকে।

১৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে এসে পৌঁছাবে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা