× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২২:২৯ পিএম

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

চেন্নাই টেস্টের পর মেহেদী হাসান মিরাজ এসেছিলেন সেরা দশে, কানপুর টেস্ট শেষে এগিয়েছেন আরও পাঁচ ধাপ। আইসিসি টেস্ট অলরাউন্ডাদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের শীর্ষে পাঁচে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার পেয়েছেন মিরাজ। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্টেই হেরেছেন শান্তরা। চার থেকে নেমেছে টেবিলের সাতে। দাপুটে জয়ের প্রভাব পড়েছে ভারতের খেলোয়াড়দের ওপরও।

বুধবার টেস্টে ছেলেদের সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ-ভারত ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পারফরম্যান্সের বড় প্রভাব পড়েছে। কানপুর টেস্টের পর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে মিরাজের। টাইগার স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তার। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট।

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনে আছেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা (১ম) ও রবিচন্দ্রন অশ্বিন (২য়)। টেস্ট বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে দুইয়ে নামিয়ে দিয়ে শীর্ষে উঠেছেন স্বদেশি পেসার জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। কানপুরে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন কানপুরে দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সাদমান ইসলাম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৪)। যদিও এক ধাপ পিছিয়েছেন তিনি। পাকিস্তান সিরিজে ভালো করা লিটন দাস সাত ধাপ পিছিয়ে ২০ থেকে ২৭-এ নেমেছেন। ব্যাটিংয়ে আট ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৫১ নম্বরে। ব্যাটিংয়ে পেছালেও সাকিব বোলিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ। ২৮-এ উঠেছেন এই বাঁহাতি স্পিনার।

কানপুর টেস্ট খেলা তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ২০ নম্বরে, হাসান মাহমুদ তিন ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে, খালেদ আহমেদ ছয় ধাপ পিছিয়ে ৮১ ও তাসকিন আহমেদ এক ধাপ পিছিয়ে আছেন ৬৪ নম্বরে। বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর মিরাজ। চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন এই অফ স্পিনার। টেস্টে এটাই তার সর্বোচ্চ অবস্থান। মিরাজ ব্যাটিংয়ে আছেন ৭০ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা