× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সিনিয়রদের দায় দেখছেন মাঞ্জরেকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৭:০১ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

বাংলাদেশের সিনিয়রদের দায় দেখছেন মাঞ্জরেকার

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াটওয়াশের পর বাংলাদেশকে নিয়ে বেশ হাইপ ওঠে। ভারত সফরে নাজমুল হোসেন শান্তরা ইতিহাস গড়বে, এমনটাই স্বপ্ন দেখেছিল ভক্তরা। তবে রোহিত শর্মাদের বিপক্ষে ফাইট তো দূরের কথা ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ভারত জিতে ২৮০ রানে, আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে।  এর মধ্যে কানপুরের টেস্টে মোটে খেলা হয়েছে তিনদিন। বৃষ্টিতে দুদিন ভেসে যাওয়ার পরও করুণ হাল হয় সফরকারীদের। এর জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের দায় দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। একই সঙ্গে এই সিরিজ বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়েছে বলেও মনে করেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোতে মাঞ্জরেকার বলেছেন,  ‘টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই ভারতে এসেছিল বাংলাদেশ। এখানে এসে তারা বাস্তবতা দেখেছে। তবে পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।’

ভারতে বাংলাদেশের ব্যর্থতার সিনিয়রদের দায় দেখছেন মাঞ্জরেকার। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন। তবে অবশ্যই সামনে এগোতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে। সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছে, দেশে যারা বড় সুপারস্টার, বড় ব্র্যান্ড, আপনাদের এত মনোযোগ প্রাপ্য কি না, সেটা দেখানোর সময় ছিল এটা।’ তিনি যোগ করেন, ‘লিটন, মুশফিকুর, সাকিব যেভাবে ব্যাটিং করেছে, আমরা তেমন কিছু দেখিনি। তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনও হুমকি বলে মনেই হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে। তবে এরপর মনে হয়েছে, ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের। এই কাজটাই সিনিয়র ক্রিকেটারদের করতে হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা