প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২২:২৪ পিএম
নাজমুল হোসেন শান্ত
কানপুরে টাইগারদের ছন্নছাড়া ব্যাটিংটা ঠিক মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট অনুরাগীরা। লাল-সবুজের প্রতিনিধিদের এলোমেলো ব্যাটিংয়ে যারপরনাই হতাশ কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও। লাল বলের ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা এ ব্যাটার ধুয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের দৈন্যদশাকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার গাভাস্কার জানান, বাংলাদেশের ব্যাটাররা বাজে শট খেলেই দলের ক্ষতিটা করেছেন।
বাংলাদেশের হারের ময়না তদন্ত করতে গিয়েই ব্যাটারদের কাঠগড়ায় তুলে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় ওরা (বাংলাদেশের ব্যাটসম্যানরা) সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল। আমরা শান্তর (বাংলাদেশ অধিনায়ক) কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’
শেষ দিনে সাদমান ইসলামকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন শান্ত। কিন্তু রবীন্দ্র জাদেজার রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন। অধিনায়কের এমন দৃষ্টিকটু আউটে মোড়ক লাগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯১। সেখান থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত সফরে গিয়ে মুদ্রার উল্টো পিঠটাই দেখল দেশের ছেলেরা। কানপুর টেস্টের দুদিন বৃষ্টিতে পণ্ড হলেও আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ভারত সিরিজ টাইগারদের বাস্তবতা বুঝিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।
ইএসপিএনক্রিকইনফোতে ভারতীয় এ ধারাভাষ্যকার বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ বাস্তবতা বুঝেছে। তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে এসেছিল। কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।’