× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নিজভূমে আজ ‘পরবাসী’ কেইন-এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৩:৪০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৫:১৪ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজভূমে আজ ‘পরবাসী’ হবেন কেইন-এমবাপেরা। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজভূমে আজ ‘পরবাসী’ হবেন কেইন-এমবাপেরা। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি এখনও অধরা হ্যারি কেইনের। কখনও জেতেননি ক্লাব শিরোপাও। তার পরও আজ চ্যাম্পিয়নস লিগের খেলায় নজর থাকবে ইংলিশ তারকার ওপর। বায়ার্ন মিউনিখ রাতে আতিথেয়তা নেবে তারই স্বদেশি ক্লাব অ্যাস্টন ভিলার। নিজ দেশের মাটিতে বায়ার্ন ফরোয়ার্ডের খেলা এবং সবশেষ ম্যাচে ডায়নামো জাগরেবের বিপক্ষে করা ৪ গোল, সব মিলিয়ে এ ম্যাচেও আলোচনায় ৩১ বয়সি তারকা। কম যাবেন না রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও। একই সময় তথা রাত ১টায় লিগ ওয়ানের ক্লাব লিলের বিপক্ষে তাদেরই নিজেদের মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা। নিজভূমে কেমন করেন এমবাপে সেটিও থাকবে দেখার বিষয়। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে আজ খেলা আছে মোট ৯টি। এর মধ্যে বোধ করি বেশি আবেদন বায়ার্ন মিউনিখ ও অ্যাস্টন ভিলা ম্যাচ নিয়েই।

ইউরোপের প্রতিযোগিতায় এর আগে একবারই মুখোমুখি হয়েছিল বায়ার্ন ও অ্যাস্টন ভিলা। ১৯৮২ সালের ইউরোপিয়ান কাপ ফাইনালের সেই ম্যাচটির স্মৃতি অবশ্য মনে করতে চাইবে না জার্মান জায়ান্টরা। কেননা ডি কুইপ রটারডার্মের সেই খেলায় ১-০ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে অবশ্য সুখস্মৃতি নিয়েও যেতে পারেনি বায়ার্ন। লিগের সবশেষ খেলায় বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে ১-১ ড্রয়ে পয়েন্ট খুইয়েছে বাভারিয়ানরা।

তার পরও বায়ার্ন মিউনিখকে এ ম্যাচে এগিয়ে রাখছেন অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার ড্যানিশ মর্টিমার, ‘তারা ইউরোপের অন্যতম সেরা ক্লাব। তাদের দলটি দুর্দান্ত, দারুণ ঐতিহ্য আছে তাদের। এ প্রতিযোগিতায় খুব সম্ভবত সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলেছে তারা এবং অনেকবার জিতেছে।’ ১৯৮২ সালে বায়ার্নের বিপক্ষে ইউরোপিয়ান কাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন মর্টিমার। এবার তিনি মনে করেন তার সাবেক ক্লাব হারিয়ে দিতে পারে জার্মান জায়ান্টদের, ‘তারাও (বর্তমান স্কোয়াড) ওদের হারানোর সুযোগ পাবে, যেমনটা আমরা পেয়েছিলাম। আর এ দলটিও দারুণ। সবশেষ মৌসুমে তারা যেভাবে খেলে এ পর্যায়ে এসেছে সেটি অবিশ্বাস্য। উনাই এমিরি তার দলের ফোকাস ধরে রেখেছে। দল নিয়ে তার এ যাত্রা দুর্দান্ত।’ বায়ার্নের বিপক্ষে দারুণ স্মৃতি আছে অ্যাস্টন ভিলা কোচের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নকে দুবার হারানোর স্মৃতি আছে তার (একবার পিএসজির কোচ ও অন্যবার ভিয়া রিয়ালের কোচ হিসেবে)। এ ছাড়া ইউরোপিয়ান লিগ চারবার জিতেছেন তিনি। এমিরির প্রতিপক্ষ বায়ার্নের কোচও জার্মানিতে নতুন অধ্যায়টা দারুণ শুরু করেছেন। তার নেতৃত্বে বায়ার্ন তাদের প্রথম পাঁচ ম্যাচের চারটি জিতে আছে বুন্দেসলিগার টেবিলের শীর্ষে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচের ডাগআউটে দাঁড়ানো দুই কোচের লড়াইটা তাই দেখার মতোই হবে।

এদিকে লা লিগার সবশেষ খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লিল। পিএসজি ছাড়ার পর এ প্রথম ফরাসি কোনো ক্লাবের মুখোমুখি হবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এমবাপে। সবশেষ লিগ ম্যাচে অবশ্য ছিলেন না এমবাপে। তবে ক্লাবটির সমর্থকদের জন্য সুসংবাদ, দলের সঙ্গে ফ্রান্স ভ্রমণে গেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। যদিও তিনি খেলতে পারবেন কি না  জানা যায়নি। নতুন মৌসুমে স্টুটগার্টকে হারিয়ে অবশ্য দারুণ শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। আর স্পোর্টিং লিসবনের বিপক্ষে হেরে বাজে শুরু লিলের। তবে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নিশ্চয়ই পয়েন্ট পেতে চাইবে দলটি।

নিজেদের প্রথম ম্যাচে এসি মিলানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করেছে লিভারপুল। আজ তাদের প্রতিপক্ষ বলোনা। ঘরের মাঠে আরও এগিয়ে যাওয়ার সুযোগ অল রেডদের। প্রথম ম্যাচে সমান ৩ পয়েন্ট করে পাওয়া বেনফিকা ও অ্যাটলেটিকো মাদ্রিদ আজ মুখোমুখি একে অন্যের। আরবি লাইপজিগের ঘরের মাঠে রাত ১টায় মাঠে নামবে জুভেন্টাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা