চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১১:৩৩ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম
রবার্ট লেভানডফস্কির গোলের উল্লাস
পরাজয়েই নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। ১০ জনের দল নিয়েও চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কিন্তু মোনাকোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের কাছে জয় নামক সোনার হরিণ ধরাই দেয়নি। তবে দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল হয়নি। ইয়াং বয়েজের বিপক্ষে মঙ্গলবার রাতের ম্যাচটা বার্সার জন্য ছিল জয়ের ধারায় ফেরার প্ল্যাটফর্ম। ছিল ভেঙে যাওয়া আত্মবিশ্বাসটা ঝালাই করার চেষ্টাও। নিজেদের মাঠে ছন্দে ফেরার মতো জয়ই পেয়েছেন কোচ হানসি ফ্লিকের শিষ্যরা। গোল উৎসবের ম্যাচে ইয়াং বয়েজকে ৫-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সা।
ন্যু ক্যাম্পে স্বাগতিকরা শুরু থেকেই খেলেছে রাজকীয় স্টাইলে। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষকে রীতিমতো নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে কাতালান ক্লাবটি। বার্সা লিড নেয় মাত্র ৮ মিনিটের মাথায়। শুরুতে গ্যালারির হইহুল্লোড় বাড়িয়ে দেন রবার্ট লেভানডফস্কি। এ পোলিশ তারকা পরে পূর্ণ করেন নিজের জোড়া। তার সঙ্গে গোল পেয়েছেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেজ। অন্য গোলটি ছিল আত্মঘাতী।
দলীয় আক্রমণের দুর্দান্ত এক প্রচেষ্টায় এগিয়ে যায় বার্সা। ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলে স্বাগতিকরা। সেই প্রচেষ্টা থেকে বল পেয়ে লেভানডফস্কির দিকে বাড়ান রাফিনহা। স্কোরশিটে নিজের নাম বুকিং দিতে বলে লেভার স্পর্শ করা ছিল যথেষ্ট।
লিড পেলেও আক্রমণে ক্ষান্ত দেয়নি বার্সা। রীতিমতো আক্রমণের ঝড়ে বইয়ে দিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে থাকে। দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামাল খেলেছেন দুর্দান্ত। প্রতিপক্ষের বক্সের ভেতর ড্রিবলিং জাদুতে সবার মন কেড়েছেন এ স্প্যানিশ তারকা।
বার্সার আগ্রাসনের সামনে ইয়াং বয়েজ হয়ে পড়েছিল কোণঠাসা। মূলত বার্সার আক্রমণ রুখকেই ব্যস্ত ছিল অতিথিরা। তবে ৩৪ মিনিটে ভেঙে পড়ে বয়েজের রক্ষণ দেয়াল। বক্সের ভেতর থেকে শট নেন পেদ্রি। তার শট প্রতিহত হয়ে ছিল বটে। কিন্তু ফিরতি বল পেয়ে যান রাফিনহা। তাতেই জাল কাঁপান। ৩ মিনিট না যেতেই লিড ৩-০ করে ফেলে স্প্যানিশ জায়ান্টটি। এবার ফ্রি-কিক থেকে উড়ে যাওয়া বলে মাথা ছুঁয়ে গোল এনে দেন ইনিগো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন লেভা। চোখ ধাঁধানো ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এ পোলিশ স্ট্রাইকার। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে বল বিপদমুক্ত করতে গিয়ে ভুলে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বয়েজের ডিফেন্ডার মোহামেদ আলী কামারা।