প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪ পিএম
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
ফলটা অনুমেয় ছিল। তৃতীয় দিন শেষে এক রকম নিশ্চিত ছিল শ্রীলঙ্কার জয়। আর ইনিংস হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। গতকাল রবিবার চতুর্থ দিনে এসে সেই আনুষ্ঠানিকতাই সম্পন্ন হলো গলের দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল অতিথি কিউইরা। ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে কিউইদের করতে হতো ৩১৫ রান।
গলের স্পিনবান্ধব ক্রিজে সেটা বাস্তবে রূপ দেওয়া ছিল অলৌকিক ব্যাপার। দলের কেউ অতিমানবীয় পারফরম্যান্স উপহার দিতে না পারায় অসম্ভবকে সম্ভব করাটা নিউজিল্যান্ডের জন্য সম্ভব হয়ে ওঠেনি। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ব্যাটিং অভিযাত্রা থেমে যায় দলীয় ৩৬০ রানে। এ নিয়ে দীর্ঘ ছয় বছর পর এই প্রথম লাল বলের লড়াইয়ে ইনিংস ব্যবধানে হার মানল ব্ল্যাক ক্যাপস শিবির। লঙ্কাকাণ্ড ঘটিয়ে ইনিংস ও ১৫৪ রানে দ্বিতীয় টেস্ট নিজেদের করে নিয়েছে স্বাগতিক লঙ্কানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট ৬৩ রানে জিতে এগিয়ে ছিল লঙ্কানরা।
শ্রীলঙ্কার দিকের গল টেস্টের ভাগ্য ঝুঁকে গিয়েছিল তৃতীয় দিনেই। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬০২ রানের পাহাড়সম পুঁজি গড়ে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার স্পিন ভেলকিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে ছিল মাত্র ৮৮ রানে। জয়াসুরিয়া একাই নেন ৬ উইকেট। তাতে প্রথম ইনিংসেই শ্রীলঙ্কা পেয়ে যায় ৫১৫ রানের লিড। পরে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক টিম সাউদির দল ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি।