প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:১১ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম
ব্রাইটনের বিপক্ষে ২০ মিনিটের মধ্যে ৪ গোল করেছেন পালমার।
একেই বলে হয়তো উড়তে উড়তে মাটিতে ধপাস। বার্সেলোনার অবস্থা অনেকটা সে রকমই। শনিবার রাতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে হানসি ফ্লিকের দল। প্রিমিয়ার লিগে অবশ্য গোল উৎসব করেছে জায়ান্টরা। রেকর্ড-কীর্তির ঘটনাও ঘটেছে এই রাতে। জয় পেয়েছে চেলসি, লিভারপুল এবং গতবারের রানার্সআপ আর্সেনাল। হার এড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। লিগ ওয়ানে রেন্নাসকে হারিয়ে টেবিলে শীর্ষস্থান জিইয়ে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। মেজর সকারে লিওনেল মেসির গোলে হার এড়িয়েছে ইন্টার মিয়ামি।
গত শনিবার রাতে ওসাসুনার মাঠে
দারুণ কীর্তির অপেক্ষায় ছিলেন বার্সা কোচ ফ্লিক। জেরার্দো মার্টিনোর সঙ্গে যৌথভাবে
লা লিগায় বার্সার হয়ে নিজের প্রথম ৮ ম্যাচ জেতার সুযোগ ছিল তার। সেটা হয়নি। বরং মুদ্রার
উল্টো পিঠ দেখলেন জার্মান এই কোচ। ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় বার্সাকে।
বার্সার ব্যর্থতার দিনে একাদশে
ছিলেন না লামিল ইয়ামাল ও রাফিনিয়াও। এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা।
৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেছেন, ‘প্রথমার্ধে
অনেক ভুল করেছি। এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি,
সম্ভবত এটাও একটা কারণ।’
লা লিগায় উল্লেখযোগ্য চারটি
বিগ ম্যাচ হয়েছে। দাপট দেখিয়েছে জায়ান্টরাই। স্টামফোর্ড ব্রিজে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে
হারিয়ে দিয়েছে চেলসি। তারচেয়েও বরং হারিয়েছেন কোল পালমার। ২২ বর্ষী ইংলিশ উইঙ্গার মাত্র
১০ মিনিটের মধ্যে করেছেন হ্যাটট্রিক, ২০ মিনিটের মধ্যে করেছেন ৪ গোল। আর সব কটিই ম্যাচের
প্রথমার্ধে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যাচের প্রথম ৪৫ মিনিটের মধ্যে কোনো খেলোয়াড়ের
৪ গোল করার ঘটনা এই প্রথম। পালমারের রেকর্ডের ম্যাচে চেলসি ব্রাইটনকে হারিয়েছে ৪-২
ব্যবধানে। একই রাতে এমিরেটসে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। মাইকেল আরতেতাদের
জয়টা এসেছে অবশ্য চ্যালেঞ্জ উতরে। ২-২ সমতায় ম্যাচ যখন শেষের পথে, যোগ করা সময়ের চতুর্থ
মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় আর্সেনাল। আর শেষদিকে কাই হাভার্টজের নিজের দ্বিতীয় গোল
করে দলকে চাপমুক্ত করেন।
রাতের অন্য খেলায় উলভারহ্যাম্পটনকে
২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। আর নিউক্যাসেলের
সঙ্গে ড্র করেছে আর্লিং হালান্ডরা। এ জয়ে মৌসুমের দ্বিতীয় রাউন্ড থেকে এক নম্বরে থাকা
সিটি দুইয়ে নামল ষষ্ঠ রাউন্ডে এসে। অবশ্য আর ৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল
এখন দুইয়ে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় আর ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিভারপুল
চতুর্থ স্থানে আছে।
মেজর সকারে ঘরের মাঠ ফ্লোরিডার
ফোর্ট লডারডেলেও ভাগ্য পরিবর্তন হয়নি মিয়ামির। বরং লিওলেন মেসির সহায়তায় ড্র নিয়ে মাঠ
ছেড়েছে মিয়ামি। টানা তিন ড্রয়ের পরও অবশ্য দলটির কোনো ক্ষতি হয়নি। তারা এখনও মেজর লিগ
সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে। আর লিগ ওয়ানের রাউন্ড সিক্সটিনের
ম্যাচে রেন্নাসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের জনপ্রিয় দলটির টেবিলে অবস্থান
একেবারে চূড়ায়।