প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩২ পিএম
ভারত ক্রিকেট তথা আইপিএলের বড় বিজ্ঞাপন মহেন্দ্র সিং ধোনি। দেশ ও ফ্র্যাঞ্চাইজিকে অসংখ্য জয়-ট্রফি উপহার দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে সাবেক অধিনায়কের বয়স বেড়েছে ঢের। বর্তমানে ৪৩ বছর বয়স তার। তারপরও নিজেকে ফিট রেখে খেলা চালিয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। তবে শঙ্কা দেখা দেয়, বয়স, বেতন ও ফ্র্যাঞ্চাইজির মেগা নিলামের নতুন নিয়মে বাদ পড়তে পারেন ধোনি।
সে শঙ্কা কেটেছে। নভেম্বর মাসে মেগা নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার যে নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই, সে অনুযায়ী ধোনিকে রাখতে সমস্যা হবে না চেন্নাইয়ের। এক্ষেত্রে আগের বেতন পাবেন না ধোনি। নতুন নিয়ম অনুযায়ী ধোনিকে ৪ কোটি রুপি বেতন দেবে চেন্নাই। যেটা ভারতের সাবেক অধিনায়কের আগের বেতনের চেয়ে ৬৬.৬৭ শতাংশ কম। ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে দ্বিতীয় পছন্দের খেলোয়াড় হিসেবে ধোনিকে ১২ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছিল চেন্নাই।
পরবর্তী মেগা নিলামকে সামনে রেখে বিসিসিআই যে নিয়ম প্রকাশ করেছে,
সে অনুযায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজির সবাই সর্বোচ্চ ৬ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে
এই ৬ জনের মধ্যে অবশ্যই একজন ‘আনক্যাপড’ খেলোয়াড় থাকতে হবে। বাকি পাঁচজনের সবাই বিদেশিও
হতে পারে বা ভারতীয় এবং বিদেশি মিলিয়েও হতে পারে।