প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মোহাম্মদ ইউসুফ। রবিবার সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এক টুইট বার্তায় নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। নির্বাচকের দায়িত্ব ছাড়লেও অবশ্য পিসিবির সঙ্গেই থাকছেন দেশটির সাবেক এই তারকা ব্যাটার। মূলত কোচিং ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৫০ বছর বয়সি এই কোচ।
টুইট বার্তায়
পদত্যাগের বিষয়ে ইউসুফ লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের
দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দারুণ এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের
এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। আমাদের ক্রিকেটারদের
তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস আছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা
করছি।’
পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ইউসুফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘নির্বাচক কমিটির সদস্য থাকার সময় ইউসুফের অসামান্য অবদানের জন্য তার কাছে ক্রিকেট বোর্ড কৃতজ্ঞ থাকবে। ইউসুফ পিসিবিতে তার কাজ চালিয়ে যাবেন। নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিংয়ের কোচের দায়িত্বে থাকবেন ইউসুফ।’
পাকিস্তানের জার্সিতে
১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছেন মোহাম্মদ ইউসুফ। ডানহাতি এই ব্যাটার সব মিলিয়ে
আন্তর্জাতিক ক্রিকেটে ২৮১টি ম্যাচ খেলেছেন। ৯০ টেস্টে ৭৫৩০, ২৮৮ ওয়ানডেতে ৯৭২০ এবং
তিনটি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রান করেছেন। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার শেষে লম্বা সময়
ধরে কোচিং করাচ্ছেন ইউসুফ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন।
২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন ইউসুফ। একই বছরের মার্চে তিনি দায়িত্ব পান পিসিবির ৭ সদস্যের নির্বাচক প্যানেলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনেও তার ভূমিকা ছিল। তবে পিসিবিতে তার ভূমিকা শেষ হলো মাত্র পাঁচ মাসের মাথায়। বর্তমানে হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন ইউসুফ।
গত টি-টোয়েন্টি
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নির্বাচকদের ভূমিকা নিয়েও প্রশ্ন
উঠেছিল। যার জেরে ওয়াহাব রিয়াজ এবং আবদুল রাজ্জাককে সরিয়ে দেয় মহসিন নাকভির বোর্ড।
এবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের জেরে সরে
দাঁড়ালেন ইউসুফ। বাকি রইলেন আসাদ শফিক এবং বিলাল আফজাল, সঙ্গে সাদা ও লাল বলের দুই
কোচ জেসন গিলেস্পি এবং গ্যারি কারস্টেন।
অক্টোবরে ইংল্যান্ডের
বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের জন্যও ইতোমধ্যে শান
মাসুদের নেতৃত্বাধীন দলটির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মুলতান ও রাওয়ালপিন্ডিতে ৭ অক্টোবর
থেকে শুরু হবে এই সিরিজ।